Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিব রাজি নন বলেই কি অধিনায়ক নির্বাচনে দেরি

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৩ ২০:৩১

জরুরি বৈঠকে বসেছিলেন ক্রিকেট বোর্ড সভাপতিসহ বিসিবির কর্তাব্যক্তিরা। গুঞ্জন ছিল এই বৈঠকেই চূড়ান্ত হবে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়কের নাম। দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা সেই বৈঠক শেষে জানা গেল, এখনো সেই নাম চূড়ান্ত করা যায়নি!

গত ৩ আগস্ট ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তামিম ইকবাল। তখন থেকেই নতুন অধিনায়ক হিসেবে অনেকের নাম উঠে এলেও অভিজ্ঞতাসহ সার্বিক বিবেচনায় সাকিব আল হাসানের নাম ঘোষণাকে সময়ের ব্যাপার মনে হচ্ছিল।

বিজ্ঞাপন

এমন পরিস্থিতিতে আজ মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে যখন পরিচালকদের নিয়ে বৈঠকে বসেন বিসিবি সভাপতি, তখন সবারই ধারণা ছিল এই বৈঠকে চূড়ান্ত হবে অধিনায়কের নাম। কিন্তু বোর্ড সভা শেষে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানান, অধিনায়ক চূড়ান্ত করতে আরও দুই-তিন দিন সময় লাগবে। তবে কি অধিনায়কত্ব নিতে রাজি হচ্ছেন না সাকিব? নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে দেরি কি সে কারণেই?

তামিম নেতৃত্ব ছাড়ার পর বিসিবির পক্ষ থেকে বারবার সাকিবকে নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। লিটন বা মিরাজের নামও এসেছে আলোচনায়। তবে সাকিবকে পেলে অন্যদের ভাবা হবে না- এমন বার্তা পরিষ্কার করেই দেওয়া হয়েছে। খালেদ মাহমুদ সুজনসহ বিসিবির একাধিক প্রভাবশালী পরিচালক সাকিবকে নতুন অধিনায়ক হিসেবে পছন্দের কথা জানিয়েছেন। খোদ বোর্ড সভাপতি নাজমুল হোসেন পাপনও প্রথম পছন্দ হিসেবে সাকিবের নাম বলেছেন।

এসবের পর মঙ্গলবার বিসিবি বোর্ড মিটিং ডাকলে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হচ্ছিল, বৈঠক শেষে ওয়ানডে অধিনায়ক হিসেবে সাকিবের নাম অনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। কিন্তু মিটিং শেষে জালাল ইউনুস বলেন, নতুন অধিনায়ক চূড়ান্ত করতে পারেনি বিসিবি। বোর্ড সভাপতি নাজমুল হোসেন পাপন নিজে এই দায়িত্ব নিয়েছেন। অধিনায়কত্বের আলোচনায় থাকা সবার সঙ্গে আলাপ করে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন

বিবিসির সিদ্ধান্ত নিতে এমন দীর্ঘ সময় লাগার কারণেই সাকিব অধিনায়কত্ব নিতে রাজি কি না, তেমন প্রশ্ন উঠে এসেছে। তামিম অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার আগে থেকেই অবশ্য সাকিব ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ খেলতে দেশের বাইরে। দেশে না থাকায় সাকিবের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, প্রযুক্তির এই যুগে সে কথা মেনে নেওয়ার মতো নয়।

অনেকের ধারণা, সাকিব আপাতত নেতৃত্ব নিতে আগ্রহী নন বলেই অধিনায়কের নাম ঘোষণায় দেরি হচ্ছে বিসিবির। আরও দুই-তিন দিন সময় নেওয়ার বিষয়টি আসলে সাকিবকে রাজি করানোর প্রক্রিয়া।

তামিম ইকবালের সঙ্গে সাকিবের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা কথা শোনা গেছে ক্রিকেটপাড়ায়। তামিমের নেতৃত্ব ছাড়ার প্রক্রিয়াটিও সরল ছিল না। শোনা যাচ্ছে, এমন জটিল পরিস্থিতির মধ্যে নেতৃত্ব নিতে চাচ্ছেন না সাকিব। সাকিবের চাওয়া, এশিয়া কাপের পর ওয়ানডে অধিনায়ক হবেন তিনি।
তবে বিসিবি আগে থেকেই বলে আসছে, এশিয়া কাপের দলই বিশ্বকাপে খেলবে। সে হিসাবে এশিয়া কাপ ও বিশ্বকাপে একই নেতৃত্বই চাইছে বোর্ড, যার সঙ্গে মিলছে না সাকিবের চাওয়া।

বিসিবির সংশ্লিষ্টরা বলছেন, এমন পরিস্থিতিতেই দুই-তিন দিন সময় নেওয়া হচ্ছে মূলক সাকিবের সঙ্গে আলোচনার জন্যই। বোর্ডের চেষ্টা থাকবে এই সময়ের মধ্যে তাকে রাজি করানোর। সেটি যদি একেবারেই সম্ভব না হয়, তাহলে বিকল্প পথে হাঁটবে বিসিবি।

সারাবাংলা/এসএইচএস/টিআর

নাজমুল হাসান পাপন সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর