সবার চোখে স্বপ্ন- বিশ্বকাপ ট্রফিটা যদি আবারও বাংলাদেশে আসত…
৯ আগস্ট ২০২৩ ২৩:৩৯
‘ইশ, যদি এমন হতো বাংলাদেশ বিশ্বকাপ জিতেছে। তারপর ট্রফিটা আবারও আমাদের দেশে এসেছে।’ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবাইয়্যা আফরোজ মিমি যখন কথাগুলো বলছিলেন তখন তার চোখেমুখে স্বপ্নের খেলা। বন্ধুদের সঙ্গে রাজধানীর বসুন্ধরা সিটিতে আজ বিশ্বকাপ ট্রফি দেখতে এসেছেন মিমি। শুধু মিমি নয়, বিশ্বকাপ ট্রফি দেখতে আসা হাজারো ক্রিকেট ভক্তের চোখে ওই একই স্বপ্ন।
৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে এবারের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। তার আগে এই মুহূর্তে বিশ্বভ্রমণ করছে বিশ্বকাপ ট্রফি। তারই অংশ হিসেবে গত তিনদিন ধরে বাংলাদেশে অবস্থান করছে ট্রফিটি। প্রথম দিন পদ্মা সেতু, দ্বিতীয় দিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রদর্শনের পর আজ সাধারণ দর্শনার্থীদের জন্য বসুন্ধরা সিটিতে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল বিশ্বকাপ ট্রফি।
সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্বকাপ ট্রফি ছিল সেখানে। সকাল থেকেই বিশ্বকাপ ট্রফি দেখতে বসুন্ধরায় ভীড় করেছেন দর্শনার্থীরা। দিনের বিভিন্ন সময় হাজারো মানুষ সোনালী ট্রফি এক নজর দেখতে ছুটে এসেছেন। সবচেয়ে বেশি দেখা গেছে তরুণ বয়সীদের।
তবে বেশি বয়সী এবং শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ব্যাংক কর্মকর্তা আব্দুল আলিম যেমন জানাচ্ছিলেন তার আট বছরের মেয়ে নুসরাত জাহান চৈতি একদিন আগ থেকেই বায়না ধরে বিশ্বকাপ ট্রফি দেখবে বলে। মেয়ের জেদে অফিস ছুটি নিয়ে তাকে নিয়ে আসতে হয়েছে বসুন্ধরায়।
ছোট্ট চৈতি বলছিল ট্রফি দেখে তার খুবই ভালো লাগছে। পছন্দের ক্রিকেটার সাকিব আল হাসান, সেটাও জানিয়ে দিলেন চৈতি।
আব্দুল আলিম বলছিলেন, ‘বাংলাদেশিরা কতোটা ক্রিকেট পাগল দেখুন, বিশ্বকাপের ট্রফি নিয়ে আমাদের কতো উন্মাদনা। বাংলাদেশ যদি বিশ্বকাপ জিতে যায় তাহলে কী হবে? আনন্দে আমরা পাগল হয়ে যাবো! দল অনেকদিন ধরেই ভালো খেলছে। আর বিশ্বকাপও বাড়ির পাশেই, ভারতে। ফলে স্বপ্ন তো দেখিই যে, বাংলাদেশ এবার বিশ্বকাপ জিতবে।’
আজই শেষ হচ্ছে বিশ্বকাপ ট্রফির বাংলাদেশ ঘুরার পর্ব। আজ রাতে বাংলাদেশ থেকে কুয়েতে যাবে ট্রফি। সেখান থেকে আফ্রিকা ভ্রমণে যাবে সোনালি ট্রফি। সর্বশেষ গন্তব্য হবে ভারত, যেভানে বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর।
গত ২৭ জুন ভূপৃষ্ট থেকে ১ লাখ ২০ হাজার ফুট উচ্চতা থেকে ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নেমে এসেছিল বিশ্বকাপ ট্রফি। এরপর বিশ্বভ্রমণে বেড়িয়েছে বিশ্বকাপ ট্রফি।
সারাবাংলা/এসএইচএস