Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপের জন্য পাকিস্তান দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৩ ১২:৪৯

আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাকিন্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে ডাক পেয়েছেন ফাহিম আশরাফ ও অভিষেকের অপেক্ষায় থাকা তায়্যাব তাহির। এ নিয়ে প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরলেন ফাহিম। বাদ পরেছেন শান মাসুদ, হারিস সোহেল ও ইহসানউল্লাহ।

সদ্যই পাকিস্তানের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম উল হক। নিয়োগ পাওয়ার দুই দিনের মধ্যেই দল ঘোষণা করে দিলেন ইনজি।

বিজ্ঞাপন

দুই বছর পর ফাহিম আশরাফকে দলে ডাকা প্রসঙ্গে ইনজামাম উল হক বলেন, ‘যেহেতু স্কোয়াডে আর কোনো ফাস্ট বোলিং অলরাউন্ডার নেই তাই ফাহিমকে প্রাধান্য দেওয়া হয়েছে। পিএসএল ও বাকি টুর্নামেন্টগুলোতে ভালো ফর্মে ছিল। এবং আমাদের একজন অলরাউন্ডার দরকার। সে একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার, যাকে বিশ্বকাপে আমাদের দরকার আছে।’

এবারের এশিয়া কাপ হচ্ছে পাকিস্তান এবং শ্রীলংকা মিলিয়ে। ৩০ আগস্ট থেকে পাকিস্তানে শুরু হবে টুর্নামেন্ট। প্রথম দিনে নেপালের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। তারপর ফাইনালসহ টুর্নামেন্টের বেশ কিছু ম্যাচ হবে শ্রীলংকায়। এশিয়া কাপের জন্য ১২ আগস্টের আগেই চূড়ান্ত দল ঘোষণা করতে হবে দলগুলোকে।

পাকিস্তানের এশিয়া কাপ স্কোয়াড: আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), আগা সালমান, ইফতিখার আহমেদ, তায়্যাব তাহির, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, উসামা মির, ফাহিম আশরাফ, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।

সারাবাংলা/এসএইচএস

হাইব্রিড এশিয়া কাপ ২০২৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর