Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিগামেন্ট ছিঁড়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে কোর্তোয়া

স্পোর্টস ডেস্ক
১০ আগস্ট ২০২৩ ১৮:৩০

লা লিগা এখনো শুরুই হয়নি তার আগেই দুঃসংবাদ রিয়াল মাদ্রিদে। অনুশীলনের সময় পায়ের লিগামেন্ট ছিঁড়ে ফেলেছেন দলটির প্রধান গোলরক্ষক থিবো কোর্তোয়া।

শনিবার (১২ আগস্ট) মাঠে গড়াচ্ছে স্প্যানিশ লা লিগার ২০২২/২৩ মৌসুম। সেই লক্ষ্যে অনুশীলনে ব্যস্ত সকল দলই। রিয়াল মাদ্রিদও নিজেদের অনুশীলন মাঠে ব্যস্ত ছিল। অ্যাথলেটিক ক্লাব বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রিয়ালের লা লিগা মৌসুম। এই ম্যাচকে সামনে রেখে অনুশীলন করছিলেন দলের সবাই। আর তখনই ঘটেছে বিপত্তি।

বিজ্ঞাপন

বাঁ পায়ের লিগামেন্ট ছিঁড়ে ফেলেছেন থিবো কোর্তোয়া। স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে মাঠ ছাড়ার সময় থিবো কোর্তোয়া কাঁদছিলেন। আগামী কয়েকদিনের ভেতরেই তার বাঁ পায়ে অস্ত্রপচার করা হবে। সেরে উঠতে কত সময় লাগবে তা এখনই জানা যায়নি। তবে লিগামেন্ট অস্ত্রপচারের পর সাধারণত সেরে উঠতে ৬ মাসেরও অধিক সময় প্রয়োজন হয়।

সারাবাংলা/এসএস

চোটে পড়েছেন থিবো কোর্তোয়া রিয়াল মাদ্রিদ লা লিগা লিগামেন্ট ইনজুরি

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর