Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলপিএল খেলতে শ্রীলংকার পথে লিটন

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৩ ১৪:২৮

লংকান প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে ডাক এসেছে লিটন কুমার দাসের। এলপিএল খেলতে ইতোমধ্যেই শ্রীলংকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন লিটন। সেখানে গল টাইগান্সের হয়ে খেলবেন তিনি। একই দলে আগে থেকেই খেলছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

শনিবার (১২ আগস্ট) দুপুরে শ্রীলংকার বিমান ধরেছেন লিটন। বিমানযাত্রার একটা ছবিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্যাপশনে লিখেছেন, ‘কলম্বোর পথে’।

এলপিএল খেলতে এই মুহূর্তে বাংলাদেশের তিন ক্রিকেটার আছেন শ্রীলংকায়। সাকিব আল হাসানের সঙ্গে আছেন তরুণ বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ও অনেকদিন জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ মিঠুন। এবার তাদের সঙ্গে যোগ দিচ্ছেন লিটন। উল্লেখ্য, এলপিএলের ছয় ম্যাচ খেলে কদিন আগে দেশে ফিরেছেন তৌহিদ হৃদয়।

বাংলাদেশি ক্রিকেটারদের জন্য এলপিএল খেলাটা দারুণই হবে। কারণ কিছুদিন পরই এশিয়া কাপ। যার বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলংকায়।

সম্প্রতি গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলে ফিরেছেন লিটন। সারে জাগুয়াসের হয়ে অবশ্য খুব ভালো পারফর্ম করতে পারেননি। সেখানে ৮ ম্যাচ খেলে ১৫২ রান করেছেন। গড় ২১.৭১, স্ট্রাইকরেট ১০০.৬৬।

সারাবাংলা/এসএইচএস

লিটন দাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর