বায়ার্নে অসংখ্য গোল করার প্রত্যয় কেইনের
১২ আগস্ট ২০২৩ ১৬:১৬
টটেনহাম হটস্পার্সের সঙ্গে ১৯ বছরের সম্পর্ক ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের। ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল সময় কাটিয়েছেন এখানেই। তবে ক্যারিয়ারে এখন পর্যন্ত জেতা হয়নি মেজর কোনো শিরোপা। এবার সামনে এসেছে সেই সুযোগ। ৩০ বছর বয়সী হ্যারি কেইনের জন্য রীতিমতো যুদ্ধ জয় বায়ার্ন মিউনিখের।
বায়ার্ন মিউনিখ এবং টটেনহাম হটস্পার্স গেল বৃহস্পতিবার (১০ আগস্ট) চুক্তিতে সম্মত হয়। এরপর শুক্রবার মেডিকেল সারতে মিউনিখে যান কেইন। শনিবার ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে এই ইংলিশ ফুটবলারকে চার বছরের চুক্তিতে দলে টানার খবরটি জানায় বায়ার্ন। অফিসিয়াল বিবৃতিতে অবশ্য ট্রান্সফার ফি উল্লেখ করেনি ক্লাব।
তবে আন্তর্জাতিক গণমাধ্যম জানায় হ্যারি কেইনের জন্য ক্লাব রেকর্ড ১০০ মিলিয়ন ইউরো গুনেছে বায়ার্ন মিউনিখ। আর এতেই বুন্দেস লিগার ইতিহাসে সর্বোচ্চ দামী খেলোয়াড় হলেন ইংলিশ অধিনায়ক।
২০১১ সাল থেকে টটেনহ্যামের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩৫ ম্যাচে ২৮০টি গোল করে ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ স্কোরার কেইন। ২০১৬, ২০১৭ ও ২০২১ সালে ইংল্যান্ডের শীর্ষ লিগে সর্বোচ্চ গোলদাতা হন তিনি। প্রিমিয়ার লিগে ৩২০ ম্যাচে কেইনের গোল ২১৩টি। তার চেয়ে বেশি কেবল অ্যালান শিয়েরারের। তিন বার ইংল্যান্ডের শীর্ষ লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল করে ‘গোল্ডেন বুট’ জেতেন ৩০ বছর বয়সী কেইন। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৮৪ ম্যাচে ৫৪টি গোল করেছেন কেইন। দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলস্কোরার তিনিই।
জার্মানিতে পৌঁছে বায়ার্ন সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন কেইন। তিনি বলেন, ‘আমার মনে হয় এটাই (বায়ার্নে নাম লেখানো) ক্যারিয়ারের জন্য সঠিক সিদ্ধান্ত। যখনই আপনি বায়ার্ন মিউনিখের নাম শুনবেন মনে হবে এটা বিশ্বের সেরা দল। আমি এখানে আসতে পেরে খুবই খুশি। এটা খুবই ব্যস্ত একটি দিন ছিল।’
কেইন আরও বলেন, ‘বিমানবন্দরে এত সমর্থকদের দেখে আমার খুবই ভালো লাগছে। এটা দারুণ এক অনুভূতি। আমার নতুন সতীর্থ এবং কোচিং স্টাফদের সঙ্গে দেখা করার তর সইছে না। আমি অনেক গোল করতে চাই আর মাঠে আমার প্রতিভা দেখাতে চাই।
জার্মান সুপার কাপে শনিবার লাইপজিগের বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন। জোর গুঞ্জন রয়েছে, এই ম্যাচ দিয়েই নতুন ক্লাবে অভিষেক হয়ে যেতে পারে কেইনের। বুন্দেস লিগায় বায়ার্নের প্রথম ম্যাচ আগামী ১৮ অগাস্ট, প্রতিপক্ষ ভার্ডার ব্রেমেন।
সারাবাংলা/এসএস
ইংলিশ স্ট্রাইকার টটেনহাম হটস্পার্স বায়ার্ন মিউনিখ হ্যারি কেইন