Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসির গোলে প্রথমবার লিগস কাপের ফাইনালে মিয়ামি

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০২৩ ১৫:২৩

ইন্টার মিয়ামির হয়ে মাঠে নেমেই নিজের জাদু দেখাতে শুরু করেন লিওনেল মেসি। একের পর এক গোল করে নিজের আগমনের জানান দেন এই মহাতারকা। এবার ইন্টার মিয়ামিকে প্রথমবারের মতো লিগস কাপের ফাইনালে তুললেন তিনি। সেমিফাইনালে ফিলাডালফিয়াকে ৪-১ গোলে হারিয়েছে মিয়ামি। ৩২ গজ দূর থেকে মেসি করেছেন দুর্দান্ত এক গোল।

মেসির যোগ দেওয়ার আগের ১১ ম্যাচেই ছিল জয়হীন। আর মেসি দলে নাম লেখানোর পর টানা ৬ ম্যাচ জিতেছে দলটি। লিগস কাপের ফাইনালে ওঠায় পরের মৌসুমের কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে খেলা নিশ্চিত হলো মিয়ামির। মহাদেশীয় এই আসরে প্রথমবার খেলার যোগ্যতা অর্জন করল ২০১৮ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি। ২৭ দলের এই টুর্নামেন্টের চ্যাম্পিয়নরা খেলবে ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে।

বিজ্ঞাপন

লিগস কাপের ৬ ম্যাচে মেসির গোল সংখ্যা ৯টি। আর তাতেই প্রথমবার বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে পা রাখল ইন্টার মিয়ামি। অভিষেকে শেষ সময়ে দুর্দান্ত ফ্রি কিকে গোল করার পর টানা তিন ম্যাচে দুটি করে গোল করেন তিনি। এরপর কোয়ার্টার-ফাইনাল ও সেমিতেও করলেন গোল।

লিগস কাপের ফাইনালে শনিবার রাতে মায়ামির প্রতিপক্ষ ন্যাশভিল এসসি।

সারাবাংলা/এসএস

ইন্টার মিয়ামি লিওনেল মেসি লিগস কাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর