মিয়ামিকে প্রথম শিরোপা জিতিয়ে সবার উপরে মেসি
২০ আগস্ট ২০২৩ ১১:০২
ন্যাশভিল এফসিকে টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ল লিওনেল মেসির ইন্টার মিয়ামি। প্রথমবার বড় কোনো শিরোপা উঁচিয়ে ধরল ক্লাবটি। আর সেই সঙ্গে লিওনেল মেসিও গড়ে ফেললেন ইতিহাস। ফুটবল ইতিহাসে সর্ব্বোচ্চ শিরোপাজয়ী খেলোয়াড় বনে গেলেন এই আর্জেন্টাইন। মেসির ফুটবল ক্যারিয়ারের ৪৪তম শিরোপা এটি। বলার অপেক্ষা রাখে না, ফুটবল ইতিহাসের চূড়ায় তিনিই!
লিগস কাপের ফাইনালে রুদ্ধশ্বাস টাইব্রেকারে ন্যাশভিল এসসিকে হারিয়ে চ্যাম্পিয়ন মেসির ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় রোববার সকালে ম্যাচটি নির্ধারিত সময়ে শেষ হয় ১-১ সমতায়। এই টুর্নামেন্টে অতিরিক্ত সময় নেই বলেই নির্ধারিত ৯০ মিনিটের পরেই হয় টাইব্রেকার। সেখানে মায়ামি জিতে যায় ১০-৯ ব্যবধানে। এর আগে ম্যাচের ২৩তম মিনিটে পিছিয়ে পড়ে দলটি। প্রথম বল পেয়েই চোখধাঁধানো গোল করেন মেসি। দ্বিতীয়ার্ধের দ্বাদশ মিনিটে কর্নার থেকে ফাফা পিকু গোল করে সমতায় ফেরান ন্যাশভিলকে। নির্ধারিত ৯০ মিনিটে আর কেউই গোল করতে না পারলে ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি।
টাইব্রেকারে ন্যাশভিলের দ্বিতীয় শটটি ঠেকিয়ে দেন মায়ামির গোলকিপার ড্রেক ক্যালেন্ডার। পঞ্চম শটে গোল করলেই জিতে যেত মায়ামি। কিন্তু মায়ামির মেক্সিকান ফুটবলার ভিক্তর উজোয়ার শট আটকে দেন ন্যাশভিলের গোলরক্ষক এলিয়ট পানিকো।
টাইব্রেকার চলতেই থাকে। শেষ পর্যন্ত একাদশ রাউন্ডে গোল করেন মায়ামির গোলরক্ষক ক্যালেন্ডার। এরপর তিনি ঠেকিয়ে দেন প্রতিপক্ষ গোলকিপার পানিকোর শট। শিরোপার উল্লাসে মেতে ওঠে মায়ামি। শুধু টাইব্রেকারেই নয়, গোটা ম্যাচেরই নায়ক বলা যায় ক্যালেন্ডারকে। গোটা ম্যাচে ৫টি দারুণ সেভ করেন মায়ামির এই গোলরক্ষক।
এই টুর্নামেন্টে মাঠে নামার আগে টানা ১১ ম্যাচ জয়হীন ছিল ক্লাব। এরপর লিওনেল মেসির আগমন আর সেই সঙ্গে বদলে যায় হিসাব নিকাশ। ২০১৮ সালে প্রতিষ্ঠিত ক্লাবটির প্রথম বড় ট্রফি এটি। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দলগুলিকে নিয়ে আয়োজিত হয় এই লিগস কাপ। এবারের আসরে অংশ নিয়েছে ৪৭ ক্লাব। ফাইনাল খেলে যুক্তরাষ্ট্রেরই দুই ক্লাব।
সারাবাংলা/এসএস