Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাদিজের দুর্গ ভেঙে মৌসুমের প্রথম জয় বার্সার

স্পোর্টস ডেস্ক
২১ আগস্ট ২০২৩ ০২:০৪

মৌসুমের শুরুটা মনোমত হয়নি স্প্যানিশ চ্যাম্পিয়নদের। নতুন মৌসুমের প্রথম ম্যাচেই ড্র করেছিল বার্সেলোনা। এরপর দ্বিতীয় ম্যাচে শক্ত প্রতিপক্ষ কাদিজের মুখোমুখি। জায়ান্ট কিলার হিসেবেই বেশ পরিচিত ক্লাবটি। বার্সেলোনাকে তাদের ঘরের মাঠেই ৮০ মিনিট পর্যন্ত আটকেও রেখেছিল রক্ষণ দুর্গের শক্তি দিয়ে। তবে শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি। পেদ্রি আর তোরেসের গোলে ২-০ ব্যবধানের জিতে মৌসুমে জয়ের খাতা খুললো কাতালান ক্লাবটি।

বিজ্ঞাপন

প্রথম ম্যাচে লাল কার্ড দেখার কারণে দলে ছিলেন না ফরোয়ার্ড রাফিনহা, চোটের কারণে ছিলেন না রোনাল্ড আরাহোও। তবে তাতেও থমকে যায়নি বার্সার জয়। ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত কাদিজের রক্ষণ দুর্গ ভাঙতে না পারলেই ৮২তম মিনিটে পেদ্রি আর ৯৪তম মিনিটে ফেররান তোরেসের করা গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়কে ছাড়া খেলতে নেমে নিজেদের গুছিয়ে নিতে একটু সময় নেয় বার্সেলোনা। প্রথম ম‍্যাচে লাল কার্ড দেখায় ডাগ আউটে ছিলেন না কোচ শাভিও। প্রথম দিকে স্বাগতিকদের চেপে ধরার চেষ্টা করে কাদিস। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা।

ম্যাচের শুরু থেকে বল দখলে রেখে লড়াই চালিয়ে গেলেও গোলের সুযোগ তৈরি করতে পারছিল না বার্সা। অবশেষে ২৪তম মিনিটে এসে দারুণ এক সুযোগ তৈরি করে তারা। তবে আলেহান্দ্রো বালদের দারুণ ক্রসে গোলরক্ষক বরাবর হেড করে দলকে হতাশ করেন রবার্ড লেভান্ডোফস্কি।

দারুণ সব আক্রমণে করে গেলেও কোনোভাবেই ভাঙতে পারছিল না কাদিজের রক্ষণ। পেদ্রির দারুণ ক্রসে ছুটে গিয়ে পা ছোঁয়ান জুলেস কুন্দে। বল যাচ্ছিল জালের দিকে, দারুণ রিফ্লেক্সে কর্নারের বিনিময়ে রক্ষা করেন লেদেসমা। পরের মিনিটে প্রতি-আক্রমণে সুবর্ণ সুযোগ পেয়ে যান রজার মার্তি। বিপদ দেখে বেরিয়ে এসে স্প্যানিশ ফরোয়ার্ডের শট ঠেকিয়ে দেন বার্সেলোনা গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগান।

এভাবেই একের পর এক সুযোগ হাতছাড়ায় প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি বার্সা।

বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেতে পারতো স্বাগতিকরা। ইয়ামালের আড়াআড়ি শট ঝাঁপিয়ে কোনোমতে ফেরান আর্জেন্টাইন গোলরক্ষক লেদেসমা। ফিরতি বলে সুযোগ ছিল লেভান্ডোফস্কির সামনে। কিন্তু বল নিয়ন্ত্রণে নিতে গিয়ে তালগোল পাকান তিনি। সুযোগ কাজে লাগায় কাদিজ।

বিজ্ঞাপন

একের পর এক আক্রমণ করে যাওয়া বার্সেলোনা অবশেষে গোলের দেখা পায় ম্যাচের ৮২তম মিনিটে। ইয়াকি গুন্দোয়ানের রক্ষণ চেরা পাস ধরে দারুণ স্লাইডে কাছের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন পেদ্রি। চলতি মৌসুমে বার্সেলোনার প্রথম গোল এটি। এরপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করেন ফেররান তোরেস। তাতেই জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি।

সারাবাংলা/এসএস

বার্সেলোনা বনাম কাদিজ স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

বাঘায় কৃষককে গলা কেটে হত্যা
২৩ নভেম্বর ২০২৪ ১৬:৪৩

আরো

সম্পর্কিত খবর