Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জন্মদিনে বাবা হলেন শান্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৩ ১৭:৩৫

এবারের জন্মদিনে অন্যরকম এক উপহার পেলেন জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার নাজমুল হোসেন শান্ত। আজ শান্তর ২৫তম জন্মদিন। জন্মদিনে প্রথম সন্তানের বাবা হয়েছেন তিনি।

দুদিন পর এশিয়া কাপ খেলতে শ্রীলংকায় উড়াল দিবেন শান্ত। দেশ ছাড়ার আগেই সু-খবরটা পেলেন বাঁহাতি ব্যাটার। গত ১৬ আগস্ট স্ত্রীর বেবি বাম্পের ছবি পোস্ট করে বাবা হওয়ার আগাম খবরটা জানিয়েছিলেন শান্ত।

আজ শুক্রবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে নিজেই নিজের বাবা হওয়ার খবরটি নিশ্চিত করেছেন। শান্ত লিখেছেন, ‘আজকে সকালে আমি ছেলে সন্তানের বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ। মা এবং সন্তান দুজনেই ভালো আছে। আমার পরিবারকে আপনাদের দোয়ায় রাখবেন।’

২০২০ সালে সাবরিন সুলতানা রত্নাকে বিয়ে করেছিলেন শান্ত। তাদের দুজনের বাড়িই রাজশাহীতে। বিয়ের তিন বছর পর সন্তানের বাবা হলেন শান্ত।

সারাবাংলা/এসএইচএস

নাজমুল হোসেন শান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর