বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন ইবাদত
৩০ আগস্ট ২০২৩ ১৫:৩১
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে একের পর এক দুঃসংবাদ। সর্বশেষ বড় ধাক্কাটা এলো ইবাদত হোসেনের পক্ষ থেকে। দুর্দান্ত ফর্মে থাকা দীর্ঘদেহী পেসার ছিটকে গেলেন বিশ্বকাপ থেকে। হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে ইবাদতের। ফলে তার বিশ্বকাপে খেলার সম্ভবনা নেই বললেই চলে।
হাঁটুর ইনজুরির কারণে এশিয়া কাপের দল থেকে বাদ পরেন ইবাদত। তারপর লন্ডনে পাঠানো হয়েছিল তাকে। লন্ডনে গিয়ে চিকিৎসকদের পরামর্শ নিয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্তই নেওয়া হয়েছে ইবাদতের।
এই সমস্ত অস্ত্রোপচারের পর সেরে উঠতে কমপক্ষে তিন মাস সময় লাগে। সে হিসেবে বিশ্বকাপে আর খেলা হচ্ছে না তার। এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘হ্যাঁ, ইবাদতের একটা অস্ত্রোপচার চলছে। অস্ত্রোপচারটা শেষ হলে আমরা পুনর্বাসন পরিকল্পনা করব। অস্ত্রোপচার হয়ে গেলে তো কিছুটা সময় লাগবেই।’
ইবাদত সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘জীবনে প্রথমবার অপারেশন টেবিলে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ ভরসা।’
ইবাদতের ওয়ানডে ক্যারিয়ার বেশি বড় নয়। তবে অল্প সময়েই পেস আক্রমণের অন্যতম সেরা ভরসা হয়ে উঠেছিলেন তিনি। গত বছরে অভিষেক হওয়া ইবাদত ১২ ওয়ানডে খেলে উইকেট নিয়েছেন ২২টি। মাঝের ওভারগুলোতে তার গতিময় বোলিং বাংলাদেশকে বারবারই সুবিধা এনে দিচ্ছিল। বিশ্বকাপে সেই সুবিধা থেকে বঞ্চিত হবে বাংলাদেশ।
ঘরের মাঠে গত আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে পা হড়কে পরে গিয়েছিলেন ইবাদত। তখন বলা হয়েছিল ইবাদতের চোট গুরুতর নয়।
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা খেলতে পারেননি ইবাদত। এশিয়া কাপের দলে প্রথমে ছিলেন তিনি। পরে তার নাম কাটিয়ে দেওয়া হয়। তারপর লন্ডনে গিয়েছিলেন চিকিৎসা করাতে। এবার নিশ্চিত হওয়া গেল বিশ্বকাপেও খেলা হচ্ছে না তরুণ পেসারের।
সারাবাংলা/এসএইচএস