লংকানদের বিপক্ষে ব্যাটিংয়ে শুরু বাংলাদেশের এশিয়া কাপ
৩১ আগস্ট ২০২৩ ১৫:০১
শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের এবারের এশিয়া কাপ। লংকানদের মতো বাংলাদেশ দলেও আছে ইনজুরি সমস্যা। চোটের কারণে ইতোমধ্যেই নেই নিয়মিত ওপেনার তামিম ইকবাল খান। লিটন দাসও অসুস্থতার কারণে নেই দলে। তবে সব সমস্যা কাটিয়ে জয়ের দিকেই নজর অধিনায়ক সাকিব আল হাসানের।
হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ শ্রীলংকার বিপক্ষে পাল্লেকেলেতে খেলবে বাংলাদেশ। বৃহস্পতিবার (৩১ আগস্ট) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে। এশিয়া কাপ শুরুর আগে দুই দলই চোটে জর্জরিত। বাংলাদেশের মূল দলের তিন ক্রিকেটার, অন্যদিকে শ্রীলংকার মূল দলের চার ক্রিকেটার চোটে দলের বাইরে। তবুও অলরাউন্ড ক্রিকেট খেলে জিততে চান টাইগার দলপতি সাকিব আল হাসান। অন্যদিকে দাসুন শানাকাও হুঙ্কার দিলেন তাদের ঘরের মাঠেই খেলা।
চোটে পড়ে শ্রীলংকার প্রধান তিন পেসার দুশমন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কা, লাহিরু কুমারা স্কোয়াড থেকেই ছিটকে গেছেন। আর সেই সঙ্গে অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গারও শেষ পর্যন্ত চোটের কারণে দলে জায়গা হয়নি। অন্যদিকে বাংলাদেশ দলেও আছে চোটের থাবা। তামিম ইকবাল খান আর ইবাদত হোসেন আগেই ইনজুরিতে দলের বাইরে চলে গেছেন। এরপর সেই মিছিলে যুক্ত হয়েছেন উইকেটরক্ষক ওপেনিং ব্যাটার লিটন দাসও।
সারাবাংলা/এসএস