Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএল মাতানো তারকাদের চুক্তি নবায়ন বিগ ব্যাশে


১৮ ডিসেম্বর ২০১৭ ১৬:৫৯

সারাবাংলা ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতিয়ে যাওয়া নিউজিল্যান্ডের সাবেক দলপতি ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে আরও তিন বছরের চুক্তি নবায়ন করেছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল ব্রিসবেন হিট। দলটি এবার ৫ বছরের জন্য চুক্তি করেছে খুলনা টাইটান্সে খেলে যাওয়া ক্রিস লিনকেও।

গত মৌসুমে ব্রিসবেন হিটের জার্সিতে দুর্দান্ত ছিলেন ম্যাককালাম। ৪৬ গড়ে ১৭১ স্ট্রাইক রেটে ৮ ম্যাচে তিনি করেছিলেন ৩২৩ রান।

ব্রিসবেনের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রিউ ম্যাকসিয়া জানান, ‘ম্যাককালাম আর লিনের মতো বিশ্বসেরা তারকাদের আমরা আরও কয়েক বছর খেলাতে চাই। আমাদের ম্যানেজমেন্ট তাদের উপর আস্থা রাখছে। ম্যাককালাম মাঠে এবং মাঠের বাইরে দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দলের সদস্য, ম্যানেজমেন্ট আর সমর্থকদের চাওয়াতেই তাকে আরও কয়েক বছর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এবারের বিপিএলে শিরোপা জেতা রংপুর রাইডার্সে খেলেছেন ম্যাককালাম। ফাইনালে ঢাকার বিপক্ষে হাফ-সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত ছিলেন। দলপতি মাশরাফি মাঠের বাইরে থাকাকালীন তিনি দলকে নেতৃত্ব দিয়েছিলেন। রংপুরের জার্সিতে ১২ ম্যাচ খেলে ২৮১ রান করেন ম্যাককালাম। মেলবোর্ন স্টারসের বিপক্ষে আগামী বিগ ব্যাশে ম্যাককালামের দল ব্রিসবেন প্রথম ম্যাচ খেলবে।

সারাবাংলা/এমআরপি/১৮ ডিসেম্বর ২০১৭

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর