ভারত-পাকিস্তান দ্বৈরথে আগে ব্যাট করবে ভারত
২ সেপ্টেম্বর ২০২৩ ১৫:২১
এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ক্রিকেট দ্বৈরথ আজ। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
আজ শনিবার (২ সেপ্টেম্বর) হাইভোল্টেজ ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে শ্রীলংকার পাল্লেকেলেতে। সদ্য ইনজুরি কাটিয়ে ফেরা লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদব আজ ভারতের একাদশে নেই। তাদের দুজনের জায়গায় একাদশে ডাক পেয়েছেন ইশান কিষান, শ্রেয়াস আয়ার।
পেস আক্রমণে মোহাম্মদ শামির জায়গায় শারদুল ঠাকুরকে ডাকা হয়েছে একাদশে। পেস বোলিংয়ের পাশাপাশি টুকটাক ব্যাটিংও করতে পারেন শারদুল। পাকিস্তানের বোলিং গভীরতার কথা চিন্তা করেই হয়তো তাকে ডাকা হয়েছে একাদশে।
পাকিস্তান তাদের একাদশ একদিন আগেই ঘোষণা করেছে। তাতে কোনো পরিবর্তন নেই। নেপালের বিপাক্ষে যে একাদশ খেলেছে সেই ১১জনই খেলবেন ভারতের বিপক্ষে।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ইশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শারদুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ।
পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।
সারাবাংলা/এসএইচএস