বাঁচা-মরার লড়াইয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন
৩ সেপ্টেম্বর ২০২৩ ১৫:০৫
শ্রীলংকার কাছে ৫ উইকেটে এশিয়া কাপ শুরু বাংলাদেশের। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি টাইগাররা। এশিয়া কাপে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এমন সমীকরণ মাথায় নিয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
লাহোরে রোববার (৩ সেপ্টেম্বর) টস জিতে প্রথমে বাংলাদেশ অধিনায়ক ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। একাদশে এসেছে তিন পরিবর্তনও। আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ এবং শামীম হোসেন। প্রথম ম্যাচে ডাক পাওয়া তানজিদ হাসান তামিম বাদ পড়েছেন একাদশ থেকে। এছাড়াও জায়গা হারিয়েছেন শেখ মেহেদি এবং মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ
মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ
রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, গুলবাদিন নায়েব, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান এবং ফজলহক ফারুকি।
সারাবাংলা/এসএস