পাকিস্তানকে অল্প রানে আটকে রাখার প্রত্যাশা তাসকিনের
৫ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫৬
ওয়ানডে র্যাংকিংয়ে পাকিস্তান এই মুহূর্তে শীর্ষ দল। কেন তারা সেরা এশিয়া কাপে নিজেদের দুই ম্যাচেই সেটা প্রমাণ করেছে। প্রথম ম্যাচে ব্যাটিং-বোলিংয়ে নেপালকে স্রেফ নাস্তানাবুদ করেছে। দ্বিতীয় ম্যাচে ভারতের শক্ত ব্যাটিং লাইনআপকে কাঁপিয়ে ছেড়েছেন পাকিস্তানি পেসাররা। রাত পোহালেই সেই পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তারকা পেসার তাসকিন আহমেদের প্রত্যাশা, পাকিস্তানের বিপক্ষে দারুণ ক্রিকেট খেলবে বাংলাদেশ।
শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহকে নিয়ে গড়া পাকিস্তানের পেস আক্রমণ নিয়ে চর্চা হচ্ছে বেশ। তবে বাবর আজম, মোহাম্মদ নাওয়াজ, ইফতিখার আহমেদকে নিয়ে গড়া পাকিস্তানের ব্যাটিং লাইনআপও দুর্দান্ত। তাসকিনের চোখে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ বিশ্বের অন্যতম সেরা। সেরা ক্রিকেট খেলে পাকিস্তানকে অল্পতে আটকানোর প্রত্যাশা তাসকিনের।
আগামীকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান। আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিসিবির দেওয়া এক ভিডিওবার্তায় তাসকিন বলছিলেন, ‘এ রকম উইকেটে (লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম) বোলারদের মার্জিন কম থাকে, একটু এদিক–সেদিক হলেই বাউন্ডারি খাওয়ার সুযোগ বেশি। পাকিস্তানের ব্যাটিং বিশ্বের অন্যতম সেরা। সহজ হবে না, তবু আমাদের বিশ্বাস আছে, আমরা সেরাটা দিতে পারলে ওদের কমের মধ্যে আটকাতে পারব।’
পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে বড় আরেকটা দুঃসংবাদ পেয়েছে চোট জর্জরিত বাংলাদেশ। দুর্দান্ত ফর্মে থাকা শান্ত খেলতে পারবেন টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে। শ্রীলংকার বিপক্ষে ৮৯ ও আফগানিস্তানের বিপক্ষে ১০৪ রান করা শান্তই এখন পর্যন্ত এশিয়া কাপের সেরা পারফরমার।
শান্ত বিষয়ে তাসকিন বলেন, ‘শান্তর (নাজমুল) চোট অবশ্যই আমাদের জন্য ক্ষতি। ওর জন্য শুভকামনা থাকবে, দ্রুত যেন চোট থেকে ফিরতে পারে। ও অসাধারণ ব্যাটিং করেছে দুটো ম্যাচেই। শান্তর পরিবর্তে যে খেলবে, আশা করছি অভাবটা সে পূরণ করে দিতে পারবে।’
লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম বেশ ব্যাটিং সহায়ক। ফলে বোলার তাসকিনের মনোযোগ অ্যাকুরেসি ও ভ্যারিয়েশনে। তাসকিন বলেন, ‘লাহোরের উইকেট অনেক ব্যাটিং–সহায়ক। যেদিন খেলব, সেদিন উইকেট বা কন্ডিশন তো আমাদের নিয়ন্ত্রণে থাকে না। আমরা দ্রুত মানিয়ে নিয়েছিলাম। এখন আমরা আরও ভালো করার চেষ্টা করব। অ্যাকুরেসি ও ভ্যারিয়েশন ছিল বলে আমরা ভালো করতে পেরেছি। আশা করছি সামনেও এটা সাহায্য করবে।’
সারাবাংলা/এসএইচএস