Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উদ্বোধনী জুটি ভাঙলেন হাসান

স্পোর্টস ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১০

এশিয়া কাপের ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে শ্রীলংকার বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এমন সমীকরণ সামনে রেখে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। আর বোলিংয়ে নেমে শুরুতেই আঘাত হেনেছেন পেসার হাসান মাহমুদ। দিমুথ করুনারত্নেকে তুলে নিয়ে ভেঙেছেন উদ্বোধনী জুটি।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতা দারুণ করে শ্রীলংকা। তবে ৬ষ্ঠ ওভারে তাদের ইনিংসে আঘাত হানেন হাসান মাহমুদ। ওভারের প্রথম দুই বলে দারুণ দুই বাউন্ডারি মারেন দিমুথ করুনারত্নে। অন ড্রাইভ ও স্ট্রেট ড্রাইভে দুই চার হাঁকানো করুনারত্নেকে তৃতীয় বলে নিজের শিকারে পরিণত করেন হাসান। বাড়তি বাউন্সে আউটস্যুইং ডেলিভারি দেন হাসান, তাতে ব্যাট ছুঁইয়ে মুশফিকুর রহিমের গ্লাভসে জমা পড়েন লংকান ওপেনার। ১৭ বলে ১৮ করেন এই বাঁহাতি। ৩৪ রানে প্রথম উইকেট হারায় শ্রীলংকা।

বিজ্ঞাপন

এর আগে ইনিংসের প্রথম ওভারেই পাথুম নিসাঙ্কাকে তুলে নিতে পারতেন তাসকিন। এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেছিলেন তাকে। তবে রিভিউ নিয়ে সে যাত্রায় বেঁচে যান এই ওপেনার। ইনিংসের প্রথম বল ইনসাইড এজ হয়ে বাউন্ডারি হওয়ার পরও ইনস্যুয়িং ডেলিভারি চালিয়ে সাফল্যের কাছে গিয়েছিলেন তাসকিন আহমেদ। তৃতীয় বল ভেতরে ঢুকিয়েছিলেন। পাথুম নিশাঙ্কা পরাস্ত হয়ে পায়ে লাগালে আম্পায়ার এলবিডব্লিউর আবেদন সাড়া দিয়ে দেন। দ্রুত রিভিউ নিয়ে রক্ষা পান নিশাঙ্কা।

এই রিপোর্ট লেখা অবধি শ্রীলংকার সংগ্রহ, ৮ ওভারে ১ উইকেটে ৪৭। নিশাঙ্কা ২০ আর মেন্ডিস ৫ রানে ব্যাট করছেন।

এশিয়া কাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। আর অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাচ্ছে এশিয়া কাপ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

এশিয়া কাপ ২০২৩ বাংলাদেশ বানাম শ্রীলংকা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর