১৫ রানের ব্যবধানে মিরাজ-নাঈম-সাকিব বিদায়
৯ সেপ্টেম্বর ২০২৩ ২১:১৮
এশিয়া কাপের ফাইনালের সম্ভবনা টিকে রাখতে হলে আজ শ্রীলংকার বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। বোলাররা জয়ের রাস্তাটা সহজ করেই রেখেছিল। আগে বোলিং করে শ্রীলংকাকে ২৫৭ রানেই আটকে রেখেছেন বাংলাদেশি বোলাররা। কিন্তু ব্যাটিংয়ে আবারও দুর্দশা!
ওপেনিং জুটিতে ৫৫ রান উঠলেও তারপরই ব্যাটিং ধস। মাত্র ১৫ রানের ব্যবধানে ফিরে যান মেহেদি হাসান মিরাজ, নাঈম শেখ ও সাকিব আল হাসান। তিন জনই আউট হয়েছেন বাজে শটে।
এশিয়া কাপে এর আগে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তার মধ্যে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং ভালো হলেও শ্রীলংকা ও পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই ব্যাটিং দুর্দশা দেখিয়েছে সাকিব আল হাসানের দল। আজ শ্রীলংকার বিপক্ষে আবারও খেলতে নেমে ফের ব্যাটিং ধস!
শনিবার (৯ সেপ্টেম্বর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলংকার ২৫৭ রানের জবাব দিতে নেমে প্রথম উইকেটে ৫৫ রান তুলেছে বাংলাদেশ। ওপেনিংয়ে আজও নাঈম শেখের সঙ্গে নেমেছিলেন মেহেদি হাসান মিরাজ। মিরাজ যতক্ষণ ক্রিজে ছিলেন বেশ দারুণই খেলেছেন।
দাশুন শানাকার শর্ট বলে ঠিকমতো পুল করতে না পেরে আউট হয়েছেন। তার আগে ২৯ বলে ৪টি চারের সাহায্যে ২৮ রান করেছেন মিরাজ। নাঈম শেখ শুরু থেকেই ধুঁকেছেন। শানাকার বাউন্সারে আউট হয়েছেন ভূতুরে এক শটে। পুল করতে গিয়ে বলে ব্যাটই নিতে পারেননি নাঈম। ৪৬ বল খেলে আউট হয়েছেন ২১ রান করে।
চারে নেমে সাবধানে এগুচ্ছিলেন সাকিব আল হাসান। পাতিরানার সুইং বল খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন সাকিব। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয়েছে শ্রীলংকা। সাকিব ৭ বলে ৩ রান করে ফিরলে দলীয় ৭০ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। তারপর লিটন দাসকে নিয়ে ইনিংস গড়ার চেষ্টা করে যাচ্ছেন মুশফিকুর রহিম।
এশিয়া কাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া একই সঙ্গে খেলা দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএইচএস