৬ মাস আমাদের ব্যাটিং খারাপ হচ্ছে: সাকিব
১০ সেপ্টেম্বর ২০২৩ ১১:৫৭
এশিয়া কাপে এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথম পর্বে দুটি, সুপার ফোরে দুটি। এই চার ম্যাচের মধ্যে প্রথম পর্বে এক আফগানিস্তানের বিপক্ষেই কেবল বলার মতো পারফরম্যান্স দেখাতে পেরেছে বাংলাদেশ। বাকি তিন ম্যাচেই অপ্রত্যাশিত ক্রিকেট খেলে হেরেছে বাংলাদেশ। আর এই তিন ম্যাচেই হারের বড় কারণ বাজে ব্যাটিং। বোলাররা তাদের কাজটা ঠিকঠাক মতো করলেও ব্যাটিং হচ্ছে যাচ্ছে-তা। অধিনায়ক সাকিব আল হাসান বললেন, গত ৬ মাস যাবতই ব্যাটিং খারাপ হচ্ছে বাংলাদেশের। বিশ্বকাপের আগে সমস্যাগুলো সমাধান করা জরুরী সেটাও বলেছেন সাকিব।
গতকাল শ্রীলংকার বিপক্ষে ২১ রানে হেরেছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলংকাকে ২৫৭ রানে আটকে রেখেছিলেন বোলাররা। শ্রীলংকার বোলিং ডিপার্টমেন্ট অতোটা ধারালো নয়। ফলে আধুনিক ক্রিকেটে ওয়ানডেতে এই রান তাড়া করার মতোই ছিল। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বাংলাদেশ হেরেছে ২১ রানে।
এশিয়া কাপের ফাইনালের ক্ষীণ সম্ভবনা টিকে রাখতে হলে এই ম্যাচটা জিততেই হতো বাংলাদেশকে। হেরে এশিয়া কাপ থেকে কার্যত বিদায় নিশ্চিত সাকিব আল হাসানের দলের। ম্যাচ শেষে সাকিব বলছিলেন, ‘গত ছয় মাসে আমাদের ব্যাটিং খারাপ হচ্ছে। ধারাবাহিকভাবেই নিচের দিকে যাচ্ছে। এটা নিয়ে কাজ করতে হবে। আসলে অনেকে অনেক কথা বলতে পারে। কিন্তু যখনই রিয়েলিটি চেকটা হয়, তখন কিন্তু আমরা ব্যর্থই হয়েছি। এটা ভালো যে বিশ্বকাপের আগে আগে এই টুর্নামেন্টটা হয়েছে। সবাই অবশ্যই চিন্তা করবে এই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়।’
‘ব্যাটিং নিয়ে অবশ্যই আমরা চিন্তিত। বেশ কিছুদিন ধরেই আমরা ভালো ব্যাটিং করছি না। সে জায়গাগুলো দেখার এবং চিন্তা করার আছে। বিশ্বকাপের আগে এই টুর্নামেন্ট খুবই কাজে দিয়েছে। রিয়েলিটি চেকটা দরকার ছিল আমাদের।’ বলেছেন সাকিব।
চলতি এশিয়া কাপ ও কিছুদিন পর শুরু হতে যাওয়া বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্ন বাংলাদেশের। এশিয়া কাপের স্বপ্ন তো ইতোমধ্যেই শেষ। সামনে বিশ্বকাপে বাংলাদেশ কেমন করে সেটাই দেখার। তবে সাকিব বিশ্বকাপের আগে স্মরণ করিয়ে দিলেন বিশ্বকাপে বাংলাদেশ কখনোই ভালো খেলতে পারে না!
সাকিব বলেন, ‘দ্বিপাক্ষিক সিরিজে আমরা সব সময়ই ভালো খেলি। বলতে পারবেন না এসব সিরিজে আমরা কখনো খারাপ দল ছিলাম। আমাদের বড় পরীক্ষাগুলো হয় এ রকম বড় টুর্নামেন্টগুলোতে, যেখানে আমরা কখনোই আহামরি কিছু করি না। খেয়াল করলে দেখবেন, ২০০৭ বিশ্বকাপে তিনটি ম্যাচ জিতেছি, ২০১১–এর বিশ্বকাপে তিনটি জিতেছি, ২০১৫ বিশ্বকাপে তিনটি জিতেছি, ২০১৯ বিশ্বকাপেও তিনটি ম্যাচই জিতেছি। আমাদের ইতিহাস নেই বড় টুর্নামেন্টে ভালো করার। যদিও এশিয়া কাপে দু–তিনবার ফাইনাল খেলেছি, তবে জিতলে আরও ভালো হতো।’
এশিয়া কাপে আর একটা ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৫ সেপ্টেম্বর সাকিবদের প্রতিপক্ষ ভারত। যদিও বাংলাদেশের জন্য ম্যাচটা এখন নিছকই নিয়মরক্ষার।
এশিয়া কাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া একই সঙ্গে খেলা দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএইচএস