Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশি ক্রিকেটারদের তিন দিনের ছুটি

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৩ ২০:২১ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫১

তিন দিনের ছুটি পেয়েছেন এশিয়া কাপ খেলতে শ্রীলংকায় অবস্থান করা বাংলাদেশি ক্রিকেটাররা। আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। তিন দিনের ছুটি কাটিয়ে ১৩ সেপ্টেম্বর অনুশীলনে যোগ দিবেন ক্রিকেটাররা।

মূলত বাড়তি ধকলের কারণেই ক্রিকেটারদের এই তিন দিনের ছুটি। ১০ দিনের ব্যবধানে এশিয়া কাপে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুই দেশের তিনটি শহরে অনুষ্ঠিত হয়েছে এই চার ম্যাচ। ফলে পরপর খেলার পাশাপাশি যাত্রাধকলও পোহাতে হয়েছে ক্রিকেটারদের। ভারত ম্যাচের আগে বিরতি আছে ৫ দিনের। ফলে ক্রিকেটারদের ফুরফুরে রূপে ফেরাতে মাঝখানে তিন দিনের ছুটি।

বিজ্ঞাপন

তবে যাদের টুকটাক চোট সমস্যা আছে ছুটির এই সময়টাতে রিহ্যাব চালিয়ে যাবেন তারা। হোটেলে জিম-সুইমিং করবেন ক্রিকেটাররা।

তিন দিনের ছুটি পেয়ে ইতোমধ্যেই দেশে ফিরে এসেছেন অধিনায়ক সাকিব আল হাসান। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে মুশফিকুর রহিমও দেশে ফিরেছেন। মুশফিক অবশ্য আগেই ছুটি নিয়ে রেখেছিলেন।

১৩ সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করবেন ক্রিকেটাররা। সেদিন শ্রীলংকায় ফিরে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিব-মুশফিকেরও।

প্রথম পর্বে শ্রীলংকার বিপক্ষে হেরে এশিয়া কাপ শুরু করা বাংলাদেশ পরে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছে। তবে সুপার ফোরের প্রথম দুই ম্যাচ বাজেভাবেই হেরেছে সাকিব আল হাসানের দল। ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের বিপক্ষে বড় হারের পর একদিন আগে শ্রীলংকার বিপক্ষে আবারও হেরেছে বাংলাদেশ।

যাতে এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্ন কার্যত বাংলাদেশের শেষ। আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য অনেকটা নিয়মরক্ষারই।

বিজ্ঞাপন

এশিয়া কাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া  একই সঙ্গে খেলা দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলে

সারাবাংলা/এসএইচএস

এশিয়া কাপ ২০২৩ টপ নিউজ

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর