Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওডিআই শীর্ষে কোহলি-হাসান-হাফিজ


১৮ ডিসেম্বর ২০১৭ ১৭:৩৪

সারাবাংলা ডেস্ক

ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের পর ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) ওয়ানডে ফরম্যাটের র‌্যাংকিং প্রকাশ করেছে। ব্যাটিং ক্যাটাগরিতে শীর্ষেই আছেন বিরাট কোহলি। বোলিং ক্যাটাগরিতে এক নম্বরে পাকিস্তানি পেসার হাসান আলি। আর অলরাউন্ডার ক্যাটাগরিতে দুইয়ে থাকা সাকিবের ওপরে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন নিয়মিত অধিনায়ক কোহলির বিশ্রামের সুবাদে দায়িত্ব পাওয়া রোহিত শর্মা। প্রথম কোনো ক্রিকেটার হিসেবে তিনটি ডাবল সেঞ্চুরির মালিক রোহিত শর্মা ব্যাটসম্যানদের তালিকায় দুই ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন পঞ্চম স্থানে।

কোহলির পরের তিনটি স্থানে আছেন যথাক্রমে এবিডি ভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নার এবং বাবর আজম। দুইধাপ এগিয়ে আসা রোহিত শর্মাকে জায়গা ছেড়ে দিয়ে ছয় ও সাত নম্বরে নেমে গেছেন কুইন্টন ডি কক এবং জো রুট। আট, নয় এবং দশ নম্বরে যথারীতি ফাফ ডু প্লেসিস, হাশিম আমলা এবং কেন উইলিয়ামসন।

এদিকে, বোলারদের ক্যাটাগরিতে ১ থেকে ১০-এ আছেন হাসান আলি, ইমরান তাহির, জাসপ্রিত বুমরাহ, জস হ্যাজেলউড, কেগিসো রাবাদা, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, রশিদ খান, সুনীল নারাইন এবং লিয়াম প্লাংকেট।

আর এক নম্বরে থাকা মোহাম্মদ হাফিজের পরের স্থানটি অলরাউন্ডার ক্যাটাগরিতে ধরে রেখেছেন সাকিব। পরের অবস্থানে আছেন দুইধাপ এগিয়ে আসা অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তাকে জায়গা ছেড়ে দিতে চার ও পাঁচ নম্বরে নেমে গেছেন মোহাম্মদ নবী এবং বেন স্টোকস।

সারাবাংলা/এমআরপি/১৮ ডিসেম্বর ২০১৭

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর