Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়ে ফিরলো অ্যাজাক্স ও ভিক্টোরিয়া


১৪ মে ২০১৮ ২০:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকাঃ চলমান গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার বিভাগ হকি লিগে বড় জয় পেয়েছে অ্যাজাক্স এসসি। রোমাঞ্চকরভাবে আরেক ম্যাচে জয় তুলে নিয়েছে ভিক্টোরিয়া এসসি।

গুলিস্তানস্থ মাওলানা ভাসানী স্টেডিয়ামে সোমবার ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে।

দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ এসসিকে উড়িয়ে দিয়েছে অ্যাজাক্স এসসি। ৪-১ গোল ব্যবধানে হারিয়েছে অ্যাজাক্স। দলের হয়ে দুটি গোল করেন হারমানদিপ সিং। একটি করে গোল পেয়েছেন গুরপ্রিত সিং ও ইমতিয়াজ রুবেল। বাংলাদেশ এসসির একমাত্র গোলদাতা ইশবাল নাইর প্রিন্স।

দ্বিতীয় ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে ২-১ গোলে হারিয়েছে ভিক্টোরিয়া এসসি। ভিক্টোরিয়ার পক্ষে একটি করে গোল করেন যোগরাজ সিং ও রাকিব। ওয়ান্ডারার্সের একমাত্র গোলদাতা মাকসুদুর রহমান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ মে) তিনটি ম্যাচ মাঠে গড়াবে। বিকাল তিনটায় সোনালী ব্যাংকের বিপক্ষে নাম আজাদ এসসি। বিকেল পাঁচটায় মোহামেডান এসসিলির মুখোমুখি হবে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও সন্ধ্যার পর মাঠে গড়াবে ওয়ারী ক্লাব বনাম ভিক্টোরিয়া এসসির ম্যাচটি।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর