ভারতে শিরোপা জয়ের লক্ষ্য মেরিনার ইয়াংস ক্লাবের
১১ সেপ্টেম্বর ২০২৩ ২২:৫২
প্রথমবার কোনো বিদেশি টুর্নামেন্ট খেলতে যাচ্ছে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব নারী হ্যান্ডবল দল। ইন্দো-বাংলাদেশ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে ভারতের গৌহাটি হ্যান্ডবল ফেডারেশন। বাংলাদেশ থেকে ছেলে এবং মেয়ে একটি করে দল যাবে টুর্নামেন্ট খেলতে। মেয়েদের দল হিসেবে প্রথম বিভাগ মহিলা হ্যান্ডবল লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবকে বেছে নিয়েছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন। মেরিনার ইয়াংসের কোচ নাসির উল্লাহ লাবলু জানিয়েছেন, তাদের লক্ষ্য ভারতে গিয়ে টুর্নামেন্টের শিরোপা জেতা।
দেশের নারী হ্যান্ডবলে অনেকদিন ধরেই দাপট চলছে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের। প্রথম বিভাগ মহিলা হ্যান্ডবলে পরপর তিনবারের চ্যাম্পিয়ন ক্লাবটি। এই দাপট ভারতেও দেখানোর প্রত্যাশা কোচ নাসির উল্লাহ লাবলুর।
জানা গেছে, মূলত হ্যান্ডবলকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই ইন্দো-বাংলাদেশ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করছে গৌহাটি হ্যান্ডবল ফেডারেশনের। ছেলে এবং মেয়ে দুই বিভাগে বাংলাদেশ থেকে একটি করে দলের সঙ্গে টুর্নামেন্টটিতে অংশ নিবে ভারতের বেশ কয়েকটি দল। বিভিন্ন ভেন্যু ঘুরে আয়োজিত হবে টুর্নামেন্টটি।
ছেলেদের টুর্নামেন্টটি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। মেয়েদের টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল ১১ সেপ্টেম্বর। কিন্তু ভিসা জটিলতায় ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব এখনো গিয়ে পৌঁছাতে পারেনি বলে টুর্নামেন্ট একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। একদিন পিছিয়ে ১২ সেপ্টেম্বর শুরু হবে। আজ রাতে ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে মেরিনার ইয়াংস ক্লাবের।
ক্লাবটির কোচ নাসির উল্লাহ লাবলু বলছিলেন, ‘আমরা ঘরোয়া পর্যায়ে অনেকদিন ধরেই ভালো খেলছি। এই টুর্নামেন্টকে সামনে রেখে এক সপ্তাহ ধরে অনুশীলন করেছি আমরা। ভালো কিছুর প্রত্যাশা করছি। আমাদের নজর ফাইনাল খেলা এবং শিরোপা জেতা।’
এবারই প্রথম বিদেশি কোনো টুর্নামেন্ট খেলতে যাচ্ছে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের নারী হ্যান্ডবল দল। যাতে ক্লাব কর্তৃপক্ষ স্বাভাবিকভাবেই বেজাই খুশি। ঢাকা মেরিনার ক্লাবের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সানিয়া বিনতে মাহতাব ট্রাস্ট ও ক্লাবের হ্যান্ডবল কমিটির চেয়ারপারসন সানিয়া বিনতে মাহতাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে পুরো দলকে।
খেলোয়াড়দের ডেকে অনুপ্রেরণা দিয়েছেন সানিয়া বিনতে মাহতাব। লড়াইয়ে নিজেদের উজাড় করে দেওয়ার বার্তা দিয়েছেন দলকে। টুর্নামেন্ট শেষে দেশে ফিরে খেলোয়াড়দের নিয়ে আবারও বসবেন, জানিয়েছে তিনি।
হ্যান্ডবলে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের মেয়েদের সাফল্যে সানিয়া বিনতে কামালের বড় অবদান বলেছেন ক্লাবটির কোচ নাসির উল্লাহ লাবলু।
নাসির উল্লাহ লাবলু বলেন, ‘আমাদের সাফল্যে উনার (সানিয়া বিনতে মাহতাব) অবদান অনেক। আমাদের যখন যা লেগেছে, যখন যা চেয়েছি তাই পেয়েছি। সব সময়ই ক্লাবের খেয়াল রেখেছেন। এবারও এই টুর্নামেন্টে যাওয়ার খবর এলে তিনি খেলোয়াড়দের ডেকে অনুপ্রেরণা দিয়েছেন। বলেছেন টুর্নামেন্ট শেষে আবারও ডাকবেন।’
১২ থেকে ১৫ সেপ্টেম্বর ভারতের গৌহাটিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।
সারাবাংলা/এসএইচএস
ইন্দো-বাংলাদেশ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব