পাকিস্তানকে রেকর্ড ব্যবধানে হারাল ভারত
১২ সেপ্টেম্বর ২০২৩ ০০:৪৫ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ০১:১৬
জিততে হলে রেকর্ড গড়তে হতো পাকিস্তানকে। এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে আগে ব্যাটিং করে ৩৫৬ রান তুলেছিল ভারত। ওয়ানডেতে আগে এতো রান তাড়া করে জেতার ইতিহাস নেই পাকিস্তানের। পাকিস্তান রেকর্ড গড়বে কী উল্টো রেকর্ড ব্যবধানে হেরে গেল।
৩৫৬ রানের পাহাড় ডিঙাতে নেমে ভারতীয় বোলিংয়ের সামনে শুরু থেকেই ধুঁকতে থাকা পাকিস্তান গুটিয়ে গেছে ১২৮ রানেই। যাতে ২২৮ রানের বিশায় জয় পেয়েছে ভারত। দুই দলের মুখোমুখিতে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড এটি।
শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৩৫৬ রানের পাহাড়সম পুঁজি নিয়ে বোলিং করতে নেমে ভারতের বোলিংয়ের শুরুটা হয়েছে দুর্দান্ত। নতুন বলে দুর্দান্ত সুইংয়ে পাকিস্তানি টপ অর্ডার ব্যাটারদের নাভিশ্বাস তুলে ছেড়েছেন জাসপ্রিত বুমরাহ। মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়ারাও ভুগিয়েছেন পাকিস্তানিদের।
পেসারদের দুর্দান্ত শুরুর পর কুলদ্বীপ যাদব মেরুদণ্ড ভেঙে দিয়েছেন পাকিস্তানি ব্যাটিং লাইনআপের। একই পাঁচ উইকেট নিয়েছেন কুলদ্বীপ। ইনজুরির কারণে পাকিস্তানের হয়ে ব্যাটিংয়ে নামতে পারেননি দুই পেসার হারিস রউফ ও নাসিম শাহ। ৩২ ওভারে ১২৮ রান তুলে ৮ উইকেট হারায় পাকিস্তান। সেখানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস।
পাকিস্তানের দলীয় রান যখন ১৭ তখন প্রথম ধাক্কাটা দেন জাসপ্রিত বুমরাহ। দুর্দান্ত এক সুইং বলে ইমাম-উল হককে স্লিপে ক্যাচ বানান। দেখেশুনে খেলছিলেন তিনে নামা বাবর আজম। কিন্তু হার্দিক পান্ডিয়ার দারুণ এক সুইং বলে বাবর সরাসরি বোল্ড হন। খানিক বাদে শার্দুল ঠাকুরের বলে মোহাম্মদ রিজওয়ান ফিরলে কোমড় ভেঙে গেছে পাকিস্তানের।
এরপর তরুণ সালমান আগাকে নিয়ে হাল ধরতে চেয়েছেন ফখর জামান। কিন্তু তাদের চতুর্থ উইকেট জুটি ৩০ রানের চেয়ে বড় হয়নি। কুলদ্বীপকে হাঁকাতে গিয়ে লাইন মিস করে বোল্ড হয়েছেন ফখর। এরপর কুলদ্বীপ যাদবের লেগস্পিনের বিপক্ষে রীতিমতো অসহায় হয়ে পড়ে পাকিস্তান। এর পর পতন হওয়া চারটি উইকেটই তুলে নেন কুলদ্বীপ।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেছেন ফখর জামান। সমান ২৩ করে রান করেছেন সালমান আগা ও ইফতিখার আহমেদ। ভারতের হয়ে কুলদ্বীপ যাদব ৮ ওভার বোলিং করে ২৫ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া ও শার্দুল ঠাকুর।
এর আগে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের বীরত্বগাথা দুই সেঞ্চুরিতে ৩৫৬ রানের বিশার সংগ্রহ গড়েছে ভারত। বৃষ্টির কারণে দুই দিন মিলয়ে অনুষ্ঠিত হওয়া ম্যাচে গতকাল দুই উইকেট হারিয়েছিল ভারত। হাফ সেঞ্চুরি করে আউট হয়েছিলেন রোহিত শর্মা ও শুভমান গিল। কাল খেলা বন্ধ হওয়ার সময় ভারতের রান ছিল ২ উইকেটে ১৪৭। আজ আর উইকেটই হারায়নি ভারত।
আজ রিজার্ভ ডে’তে শুরুতেই বড় দুঃসংবাদ পায় পাকিস্তান। চোটের কারণে আজ মাঠে নামতে পারেননি পেস বোলার হারিস রউফ। হারিসের বদলে ইফতিখার আহমেদকে দিয়ে বোলিং করাতে হয়েছে পাকিস্তানি অধিনায়ককে। অপর দিকে বিরাট কোহলি ও চোট ফেরত রাহুল খেলেছেন দুর্দান্ত। সব মিলিয়েই রানের পাহাড় গড়েছে ভারত।
চলতি এশিয়া কাপের কোনো ম্যাচেই সুবিধা করতে পারেনি পাকিস্তানের স্পিন বিভাগ। কিন্তু হারিস রউফের অনুপস্থিতিতে স্পিনারদের ওপরই ভরসা করতে হয়েছে পাকিস্তানি অধিনায়ক বাবর আজমকে। সেই সুযোগটা দুর্দান্তভাবে কাজে লাগিয়েছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল।
শাদাব খান ও ইফতেখার আহমেদকে তুলোধুনা করেছেন দুজন। যাতে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহরাও তাল খুঁজে পাননি। স্পিনারদের বিপক্ষে কোহলি, রাহুল দুজনই বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলে ক্রিজে সেট হয়েছেন। পরে সেট কোহলি-রাহুলকে থামাতে পারেননি শাহিন-নাসিমরা।
শেষ দিকে পাকিস্তানের সব বোলারকেই স্রেফ কচুকাটা করেছেন কোহলি-রাহুল। ৬০ বলে ফিফটি পূর্ণ করা রাহুল সেঞ্চুরির পূর্ণ করেছেন ঠিক ১০০ বলে। শেষ পর্যন্ত ১০৬ বলে ১১১ রানে অপরাজিত ছিলেন তিনি। রাহুলের ইনিংসে চারের মার ১২টি, ছক্কা ২টি।
৫৫ বলে ফিফটি পূর্ণ করা কোহলি শেষ দিকে রীতিমতো ঝড় তুলেছিলেন ব্যাটে। সেঞ্চুরি পূর্ণ করেছেন ৮৪তম বলে। শেষ পর্যন্ত ৯৪ বলে ১২২ রানে অপরাজিত ছিলেন কোহলি। চার মেরেছেন ৯টি, ছক্কা ৩টি। আজ ভারতের একটা উইকেটও তুলে নিতে পারেনি পাকিস্তান। গতকাল পতন হওয়া দুই উইকেটের একটি কর নিয়েছেন শাহিন আফ্রিদি ও শাদাব খান।
এশিয়া কাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া একই সঙ্গে খেলা দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএইচএস