অলিখিত সেমিফাইনালে বৃষ্টির শঙ্কা, ম্যাচ ভেস্তে গেলে ফাইনালে কারা
১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০৩
এশিয়া কাপের সুপার ফোরে পরপর দুই ম্যাচ জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে ভারত। অপর দিকে সুপার ফোরে দুই ম্যাচ খেলে দুটিতেই হেরে যাওয়া বাংলাদেশ ছিটকে পড়েছে ফাইনালের দৌড় থেকে। অর্থাৎ সুপার ফোরের অপর দুই দল শ্রীলংকা ও পাকিস্তানের মধ্যকার একটা দল সঙ্গী হবে ভারতের।
আয়োজক দুই দলের মধ্যে কোন দল ফাইনালের টিকিট পাবে তা নিশ্চিত হওয়া যাবে আগামীকাল। আগামীকাল অলিখিত সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলংকা। তবে ব্যাট-বলের লড়াইয়ে নয়, বরং প্রাকৃতিও নির্ধারক হতে পারে!
এবারের এশিয়া কাপে শ্রীলংকায় অনুষ্ঠিত প্রায় প্রতিটি ম্যাচেই ছিল বৃষ্টির উপদ্রব। ভারত-পাকিস্তানের মধ্যকার প্রথম পর্বের ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তেই গেছে। রিজার্ভ ডে না থাকলে ভারত-পাকিস্তানের সুপার ফোরের ম্যাচও ভেসে যেত বৃষ্টিতে। বৃষ্টির সম্ভবনা আছে শ্রীলংকা-পাকিস্তানের মধ্যকার আগামীকালের অলিখিত সেমিফাইনালেও।
ম্যাচটা অনুষ্ঠিত হওয়ার কথা কলম্বোতে। কলম্বোর আবহাওয়া পূর্বাভাস বলছে, কাল বজ্রবৃষ্টিসহ বৃষ্টিপাতের সম্ভবনা ৭৩ শতাংশ। ফলে ম্যাচ পরিত্যক্ত হওয়ার শঙ্কাও আছে। এই ম্যাচের জন্য রিজার্ভ ডে নেই।
বৃষ্টির কারণে যদি ম্যাচ পরিত্যক্ত হয় তাহলে ফাইনালে ভারতের সঙ্গী হবে শ্রীলংকা। কারণ এই মুহূর্তে রানরেটে পাকিস্তানের চেয়ে এগিয়ে শ্রীলংকা।
ভারতের বিপক্ষে রেকর্ড ব্যবধানে হেরে যাওয়া পাকিস্তানের নিট রান রেট -১.৮৯২। অন্যদিকে শ্রীলংকার নিট রান রেট -০.২০০।
প্রাকৃতিকে নিয়ে তাই পাকিস্তানকে বাড়তি চিন্তা করতেই হচ্ছে। পাকিস্তানিদের চিন্তা নিজেদের নিয়েও। চোটের কারণে কাল পাকিস্তানের দুই তারকা পেসার হারিস রউফ ও নাসিম শাহর খেলা নিয়ে শঙ্কা আছে। হারিস রউফ না থাকতেই ভারতের বিপক্ষে ভুগেছে পাকিস্তানি বোলিং ইউনিট। তার সঙ্গে নাসিম শাহও না থাকলে নিশ্চয় আরও সংগ্রাম করতে হবে পাকিস্তানিদের।
এশিয়া কাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া একই সঙ্গে খেলা দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএইচএস