বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে: বৃষ্টিতে খেলা বন্ধ
২১ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৪৬
বৃষ্টির একটা পূর্বাভাস আগে থেকেই ছিল। ম্যাচ শুরুর পরপর পূর্বাভাস সত্যও হলো। বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পঞ্চম ওভারেই বৃষ্টির হানা। বৃষ্টির কারণে বন্ধ আছে খেলা।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর ২টায়। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। খেলা শুরুর পঞ্চম ওভারেই ঝুম বৃষ্টি নামে।
বৃষ্টির আগে বেশ দারুণ বোলিং করছিলেন বাংলাদেশের দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। ৪.৩ ওভারে মাত্র ৯ রান তুলতে পেরেছে নিউজিল্যান্ড।
এই ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তনের ছড়াছড়ি। সামনেই বিশ্বকাপ, ফলে দলের নিয়মিত বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে বাংলাদেশ। নিয়মিতদের অনুপস্থিতিতে একাদশে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার, নুরুল হাসান সোহানরা। অভিজ্ঞ তামিম ইকবাল, মাহমুদউল্লাহরাও আছেন একাদশে।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদি হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ:
বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে সিরিজের সবগুলো ম্যাচ।
সারাবাংলা/এসএইচএস