Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টি বাগাড়ায় ম্যাচ হবে ৪২ ওভারের

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১৪

বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল। তবে ভালোই ভালোই টস সময়মতো অনুষ্ঠিত হওয়ার পর খেলাও মাঠে গড়াল। তবে পঞ্চম ওভারেই বৃষ্টির হানায় বন্ধ হয়ে গেল খেলা। আর এরপর প্রায় দেড় ঘণ্টা খেলা বন্ধ থাকে। এরপর বিকাল ৪টায় ম্যাচ রেফারি এবং আম্পায়াররা মাঠ পরিদর্শন করে খেলা শুরুর সময় জানান বিকাল সাড়ে ৪টা। বৃষ্টির কারণে ৮ ওভার কেটে নেওয়ায় খেলা হবে ৪২ ওভারের।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর ২টায়। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। খেলা শুরুর পঞ্চম ওভারেই ঝুম বৃষ্টি নামে।

বৃষ্টির আগে বেশ দারুণ বোলিং করছিলেন বাংলাদেশের দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। ৪.৩ ওভারে মাত্র ৯ রান তুলতে পেরেছে নিউজিল্যান্ড।

এই ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তনের ছড়াছড়ি। সামনেই বিশ্বকাপ, ফলে দলের নিয়মিত বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে বাংলাদেশ। নিয়মিতদের অনুপস্থিতিতে একাদশে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার, নুরুল হাসান সোহানরা। অভিজ্ঞ তামিম ইকবাল, মাহমুদউল্লাহরাও আছেন একাদশে।

বাংলাদেশ একাদশ

লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদি হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ

ফিন অ্যালেন, উইল ইয়ং, চাদ বোস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, কোল ম্যাককনচি, ইস সোধি, কাইল জেমিসন, লুকি ফারগুসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট।

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। আর অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাচ্ছে এই সিরিজ।

সারাবাংলা/এসএস

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড বৃষ্টি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর