Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবশেষে ভারতের ভিসা পেল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৩:২২

পাকিস্তান দলের বিশ্বকাপে অংশগ্রহণ করতে ভারতে পাড়ি জমানোর আগে ভিসা জটিলতা। দলটির পরিকল্পনা ছিল ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে দুবাইয়ে জাতীয় দলের সবাই একত্রিত হয়ে কিছুদিন কাটাবে। এতে খেলোয়াড়দের ভেতর বন্ধন আরও দৃঢ় হবে। তবে এই পরিকল্পনা সম্পন্ন করতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। কেননা ভারতের ভিসা পেতেই বেশ বেগ পোহাতে হয়েছে পিসিবি’কে। অবশেষে বিমানে চড়ার মাত্র ৪৮ ঘণ্টারও কম সময়ের আগে ভারতীয় সরকার পাকিস্তানের বিশ্বকাপ দলকে ভিসা দিলো।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুবাই হয়ে হায়দরাবাদে পৌঁছানোর কথা রয়েছে পাকিস্তান দলের। সেখানে ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন বাবর আজমরা। তাদের ভিসা দেওয়ার কথা নিশ্চিত করেছে আইসিসি। পাকিস্তানে অবস্থিত ভারতীয় হাইকমিশন থেকে খেলোয়াড়দের পাসপোর্ট সংগ্রহ করতে বলা হয়েছে।

ক্রিকবাজ জানিয়েছে, আইসিসির একটি সূত্র তাদেরকে পাকিস্তান দলের ভারতের ভিসা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ভিসা পেতে দেরি হওয়াকে স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছে ওই সূত্র।

এদিকে ভিসা দিতে দেরি করায় পিসিবি লিখিতভাবে আইসিসির কাছে তাদের অসন্তোষের কথা জানায়। এর কয়েক ঘণ্টা পর সোমবার রাতের দিকে জটিলতার অবসান হয়।

ভারতীয় সরকারের একজন মুখপাত্র জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোকে বলেছেন, ‘সরাষ্ট্র মন্ত্রণালয় ভিসার জন্য নিরাপত্তা ছাড়পত্র দিয়েছে।’

ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস

ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ পাকিস্তান ভারত বিশ্বকাপ ২০২৩ ভিসা জটিলতা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর