Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসারাঙ্গাকে বাদ দিয়েই শ্রীলংকার বিশ্বকাপ দল

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০৩

ভারত বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাওয়া ১০ দলের ভেতর ৮ দলই স্কোয়াড ঘোষণা করেছে। বাকি ছিল কেবল বাংলাদেশ ও শ্রীলংকা। যার মধ্যে শ্রীলংকা দলও ঘোষণা করে দিল তাদের বিশ্বকাপের চূড়ান্ত দল। বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল থেকে বাদ পড়েছেন তারকা স্পিনার ওয়াইনিন্দু হাসারাঙ্গা।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিশ্বকাপের দল জানায় শ্রীলংকা। চোটের কারণে ওয়াইনিন্দু হাসারাঙ্গাকে রাখা হয়নি। লংকা প্রিমিয়ার লিগে হ্যামস্ট্রিং চোটে পড়েন তিনি। খেলতে পারেননি এশিয়া কাপেও। হাসারাঙ্গার চোট পর্যবেক্ষণ করে দলে নেওয়ার জন্য অপেক্ষা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। অস্ত্রোপচারের প্রয়োজন হলে হাসারাঙ্গা অন্তত তিন মাস ক্রিকেট থেকে দূরে থাকবেন।

বিজ্ঞাপন

বিশ্বকাপ বাছাইপর্বে লংকানদের হয়ে দুর্দান্ত খেলেছেন হাসারাঙ্গা। জিম্বাবুয়েতে হওয়া আসরে ৭ ম্যাচে ২২ উইকেট নেন এ স্পিনার। হাসারাঙ্গাকে না পেলেও দাসুন শানাকা নেতৃত্বে ফর্মে থাকা খেলোয়াড়দের নিয়ে দল গঠন করেছে শ্রীলংকা।

শ্রীলংকার বিশ্বকাপ দল

কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুশন হেমন্ত, দুনিথ ওয়েল্লাগে, মাহেশ থিকশানা, মাথিশা পাথিরানা, লাহিরু কুমারা, কাসুন রাজিথা, দিলশান মাদুশাঙ্কা।

ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বিশ্বকাপ স্কোয়াড ভারত বিশ্বকাপ ২০২৩ শ্রীলংকার বিশ্বকাপ দল শ্রীলংলা দল ঘোষণা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর