Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোহলি-আনুশকাকে শুভেচ্ছা জানিয়ে বিপাকে আইসিসি


১৮ ডিসেম্বর ২০১৭ ১৮:৩৮

সারাবাংলা ডেস্ক

ইতালিতে বিয়ের পর ভারতের দলপতি বিরাট কোহলি আর ভারতীয় তারকা অভিনেত্রী আনুশকা শর্মা এখন মধুচন্দ্রিমায়। বিরুষ্কা খ্যাত নতুন এই জুটিকে ভুভেচ্ছা জানিয়েছেন সাবেক তারকা ক্রিকেটার, বর্তমান তারকা ক্রিকেটার থেকে শুরু করে বিশ্বের নানা প্রান্তে থাকা মানুষ। সেভাবেই শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি।

আর সেটা সামান্য হলেও বিতর্ক তৈরি করে দিয়েছে। আইসিসির এই টুইটকে ‘বিমাতা সুলভ’ বলে সমালোচনা করছেন অনেকেই। শ্রীলঙ্কান ক্রিকেট সমর্থক দিনিথি উইরিশেখারা প্রচন্ড বিরক্ত আইসিসির এই কাণ্ডে। বিরক্ত হয়েছেন মানফাও ওয়ালিম নামের এক ক্রিকেটপ্রেমী।

কোহলি-আনুশকার বিয়ের পর আইসিসি তাদের অফিসিয়াল টুইটারে জানায়, ‘কনগ্র্যাচুলেশন বিরাট কোহলি এবং আনুশকা শর্মা।’

আইসিসির টুইটের পর শ্রীলঙ্কান তরুণী দিনিথি উইরিশেখারা জানান, ‘বিরাট-আনুশকাকে আঘাত না করে বলছি, আইসিসি এটা কী করল! ওরা কবে থেকে ক্রিকেটারদের বিয়ের জন্য শুভেচ্ছা জানাতে শুরু করল? অন্যান্য ক্রিকেটারদের ক্ষেত্রেও কী এরকম বার্তা পাঠানো হবে?’

এদিকে, ওয়ালিম নামের সেই ক্রিকেটপ্রেমী জানান, ‘কাউকে আঘাত করে বলছি না, এটা পাগলের প্রলাপের মতো। কেন আইসিসির মতো একটি সংস্থা বিয়ের শুভেচ্ছা জানাবে? কোনো কারণ নেই। আমি কখনো ফিফা (ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা) কিংবা অন্য কোনো স্পোর্টস অরগানাইজেশনের এমন পাগলাটে কাণ্ড দেখিনি। আইসিসিকে বলছি, দয়া করে আপনারা শুধু ক্রিকেট নিয়েই মনোযোগ দিন, কারো ব্যক্তিগত জীবন নিয়ে নয়।’

তাদের অভিযোগ কোহলিকে যে দৃষ্টিভঙ্গিতে দেখা হয় আইসিসিতে, বাকি ক্রিকেটারদের কেন সেই দৃষ্টিভঙ্গিতে দেখা হবে না!

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি/১৮ ডিসেম্বর ২০১৭

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর