টি-টোয়েন্টির সব রেকর্ড ভেঙে তছনছ নেপালের
২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৬
এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে মঙ্গোলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ইতিহাসের সব রেকর্ড ভেঙে তছনছ করে দিয়েছে নেপাল। দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার পথে আন্তর্জাতিক টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরি ও দ্রুততম ফিফটির রেকর্ডও নিজেদের করে নিয়েছে নেপালিরা।
চীনের হাংজুতে চলমান এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে আজ মঙ্গোলিয়ার বিপক্ষে ৩ উইকেটে ৩১৪ রান তুলেছে নেপাল। আফগানিস্তানের গড়া রেকর্ড ভেঙে টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে আফগানরা।
যে যে রেকর্ড ভাঙল আফগানরা
- আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ (৩১৪/৩)। আগের রেকর্ড আফগানিস্তানের ২৭৮/৩, ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে।
- আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে জয় (২৭৩ রান)। আগের রেকর্ড চেক প্রজাতন্ত্রের, ২০১৯ সালে তুরস্ককে ২৫৭ রান হারিয়েছিল দলটি।
- আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি এখন কুশল মাল্লার (৩৪ বল)। আগের রেকর্ড দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, ভারতের রোহিত শর্মা ও চেক প্রজাতন্ত্রের সুদেশ বিক্রমাসেকারার। তিনজনই সেঞ্চুরি পেয়েছিলেন ৩৫ বলে।
- আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটি দীপেন্দ্র সিং ঐরীর (৯ বলে)। আগের রেকর্ড যুবরাজ সিংয়ে, ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে।
- আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় উইকেটে সর্বোচ্চ জুটি এখন কুশল মাল্লা ও রোহিত পৌডেলের (১৯৩)। পেছনে পড়েছে নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ও ডেভন কনওয়ের ১৮৪ রানের জুটি (২০২০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে)।
সারাবাংলা/এসএস
এশিয়ান গেমস টি-টোয়েন্টি আন্তর্জাতিক টি-টোয়েন্টির রেকর্ড নেপাল