আলোচনা-সমালোচনা, নানান বিতর্কের মধ্যে অবশেষে শুরু হলো বাংলাদেশের বিশ্বকাপ মিশন। টুর্নামেন্ট শুরুর আগে দুটি করে অফিসিয়ালি প্রস্তুতি ম্যাচ খেলবে দলগুলো। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে আজ, প্রতিপক্ষ শ্রীলংকা।
নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান দলকে নেতৃত্ব দিচ্ছেন না আজ। বাংলাদেশের হয়ে টস করতে নেমেছিলেন তরুণ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে ভারতের গৌহাটির বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি। টস হেরে প্রথমে বোলিং করতে নেমেছে বাংলাদেশ।
প্রস্তুতি ম্যাচগুলোতে স্কোয়াডে থাকা ১৫ জনকেই ঘুরিয়ে ফিরেয়ে খেলাতে পারবে দলগুলো। বাংলাদেশ আজ কতজনকে ম্যাচে খেলায় সেটাই দেখার বিষয়।
বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (সহ অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, শেখ মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব ও তানজিদ হাসান তামিম।
শ্রীলঙ্কা স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্থ, মহেশ থিকশানা, দুনিথ বেলালাগে, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা, লাহিরু কুমারা ও দিলশান মাদুশঙ্কা।