Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনজুরিতে সাকিব, বিশ্বকাপের প্রথম ম্যাচে অনিশ্চিত

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৩৪ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:০৬

বাংলাদেশের বিশ্বকাপ মিশন আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে আজ থেকে। বিশ্বকাপের আগে দলগুলো যে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে তার প্রথমটি খেলতে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান খেলছেন না এই ম্যাচে। জানা গেছে, ফুটবল খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন সাকিব।

আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচেও সাকিবের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভারতের গৌহাটিতে শ্রীলংকার বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। সাকিবের বদলে এই ম্যাচে বাংলাদেশের হয়ে টস করেছেন মেহেদি হাসান মিরাজ। খানিক বাদে সাকিবের ইনজুরির বিষয়টি জানা যায়।

ম্যাচের ধারাভাষ্যকার দিনেশ কার্তিক প্রথমে সাকিবের ইনজুরির বিষয়টি সামনে আনেন। পরে দলের একটি সূত্রও নিশ্চিত করেছে বিষয়টি।

জানা গেছে, ফুটবল খেলতে গিয়ে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। চোট পেয়েছেন গতকাল। তার পা বেশ ফুলে গেছে।

সারাবাংলা/এসএইচএস

ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ টপ নিউজ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর