Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৃতীয় হয়ে ১০০ মিটারের সেমিফাইনালে ইমরানুল

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৩ ০১:১৮ | আপডেট: ১ অক্টোবর ২০২৩ ১৫:২৩

এশিয়ান গেমসের অ্যাথলেটিকসের হিটেও বাজিমাত করলেন বাংলাদেশের স্প্রিন্টার ইমরানুল রহমান। ১০০ মিটারের হিটে তৃতীয় হয়েছেন তিনি। এতে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে ইমরানুলের।

হিট থেকে প্রথম বাংলাদেশি অ্যাথলেট হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিলেন ইমরানুল। এর আগে বিভিন্ন নিয়মে পরের রাউন্ডে খেললেও ইমরানুলই হিট থেকে সেমিফাইনাল নিশ্চিত করা প্রথম বাংলাদেশি অ্যাথলেট।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) চীনের হ্যাংজুর অলিম্পিক স্পোর্টস সেন্টারে ১০০ মিটারের হিটে ১০.৪৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন ইমরানুল। পাঁচ নম্বর হিটে ১০.২২ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন ইন্দোনেশিয়ার মোহাম্মদ জহির লালু। দ্বিতীয় হয়েছেন কাতারের ফেমি ওগুনোদি। সময় নিয়েছেন ১০.২৪।

সব মিলিয়ে ১০০ মিটারের পাঁচ হিটে ৪০ জনের মধ্যে ১৬ত হয়েছেন ইমরানুল। মোট ২৪জন জায়গা করে নিয়েছেন সেমিফাইনালে।

শনিবার রাতে ফাইনাল-৮ এ যেতে লড়তে নামবেন ইমরানুলরা। সেমিফাইনালের বাঁধা পেরুতে হলে কমপক্ষে ১০.২০ টাইমিং করতে হবে ইমরানুলকে।

সারাবাংলা/এসএইচএস

ইমরানুল রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর