Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলংকার বিপক্ষে দাপুটে জয়, স্বস্তি ফিরল বাংলাদেশ শিবিরে

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৩ ২৩:১৮

বিশ্বকাপের প্রথম প্রস্তুতিটা দুর্দান্ত হলো বাংলাদেশের। প্রথম প্রস্তুতি ম্যাচে দারুণ বোলিংয়ে শ্রীলংকাকে ২৬৩ রানেই আটকে রাখা বাংলাদেশের পরে ব্যাটিংটা হলো আরও দুর্দান্ত। প্রথম তিন ব্যাটারই পেয়েছেন ফিফটি। সব মিলিয়ে ৪৮ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ।

তামিম ইকবালের বিশ্বকাপ দলে না থাকা নিয়ে তুলকালাম চলছে কদিন ধরেই। তামিমহীন বাংলাদেশের টপ অর্ডার কেমন করবে বিশ্বকাপে সেটাই বাংলাদেশের বড় চিন্তা। কারণ ওপেনার লিটন দাস অনেকদিন যাবত অফ ফর্মে। অপর ওপেনার তানজিদ হাসান তামিম এখন পর্যন্ত খেলেছেন মাত্র ৪টা আন্তর্জাতিক ম্যাচ। তবে প্রথম প্রস্তুতি ম্যাচে টপ অর্ডারের সেই দুশ্চিন্তা অবশ্য কিছুটা কমল।

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভারতের গৌহাটিতে শ্রীলংকার ২৬৩ রানের জবাব দিতে নেমে ওপেনিংয়ে ১৩১ রান তোলেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। দুজনেই খেলেছেন সাবলীল ক্রিকেট। অনেকদিন যাবত অফফর্মে থাকা লিটনকে আজ বেশ স্বচ্ছন্দই মনে হয়েছে।

৩৯ বলে ফিফটি পূর্ণ করা লিটন ফিরেছেন ৫৬ বলে ৬১ রান করে। এই রান করতে লিটন চার মেরেছেন ১০টি। তরুণ তানজিদ হাসান তামিম এগুচ্ছিলেন সেঞ্চুরির দিকেই। কিন্তু ব্যক্তিগত ৮৪ রানের মাথায় লাহিরু কুমারাকে স্ট্রেট ড্রাইভ করতে গিয়ে ঠিকমতো ব্যাটে-বলে করতে পারলেন না।

বল চলে যায় চারিথ আশালাঙ্কার হাতে। ফেরার আগে ৮৮ বলে ৮৪ রান করেছেন তানজিদ তামিম। তার ইনিংসে চারের মার ১০টি, ছক্কা ২টি। মেকশিফট ওপেনার হিসেবে তৈরি রাখতেই কিনা তিন নম্বরে ব্যাটিং করতে পাঠানো হয় মেহেদি হাসান মিরাজকে। মিরাজও খেলেছেন দারুণ একটা ইনিংস।

বিজ্ঞাপন

ক্রিজে নামার পর থেকেই সাবলীল ব্যাটিং করতে থাকা মিরাজ দলের জয় নিশ্চিত হওয়া পর্যন্ত অপরাজিত ছিলেন ৬৪ বল খেলে ৬৭ রান করে। ৫টি চার ২টি ছয়ে এই রান করেন মিরাজ। চারে নামা তাওহিদ হৃদয় আউট হয়েছেন প্রথম বলেই। পাঁচে নেমে মুশফিকুর রহিম ৪৩ বল খেলে ১টি চার ২টি ছয়ে ৩৫ রানে অপরাজিত ছিলেন। ৪২ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য ২৬৪ রান তুলে ফেলে বাংলাদেশ।

এর আগে শেখ মাহেদি হাসান দারুণ বোলিং করেছেন বাংলাদেশের হয়ে। টস জিতে আগে ব্যাটিং করতে নামা শ্রীলংকার শুরুটা ভালো হয়েছিল। ওপেনার কুশল পেরেরা ২৪ বলে ৩৪ রান করে আহত অবসরে গেলে শ্রীলংকার প্রথম উইকেট পরে দলীয় ১০৪ রানের মাথায়।

তবে এরপর থেকে নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছেন লংকানরা। শেখ মাহেদি হাসান দারুণ বোলিং করেছেন। ৯ ওভারে মাত্র ৩৬ রান খরচায় তিন উইকেট নিয়েছেন। মেহেদি হাসান মিরাজ ১০ ওভারে ৩২ রান খরচায় নিয়েছেন ১ উইকেট। একটা করে উইকেট পেয়েছেন নাসুম আহমেদ, তানজিদ হাসান সাকিব ও শরিফুল ইসলাম। তাসকিন আহমেদ উইকেট না পেলেও ৭ ওভারে রান দিয়েছেন মাত্র ২৯টি।

শ্রীলংকার হয়ে পাথুম নিশাঙ্কা সর্বোচ্চ ৬৮ ও ধনঞ্জয়া ডি সিলভা ৫৫ রান করেছেন।

সারাবাংলা/এসএইচএস

ওয়ানডে বিশ্বকাপ ২০২৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর