এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে সেলিম
স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৩ ২২:০৯
৩০ সেপ্টেম্বর ২০২৩ ২২:০৯
এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশি বক্সার সেলিম হোসেন। অনূর্ধ্ব-৫৭ কেজি ওজন শ্রেণির প্রি-কোয়ার্টারে তাজিকিস্তানের আসরর ভকিধভকে নকআউট করে কোয়ার্টারের টিকিট নিশ্চিত করেছেন সেলিম।
শনিবার (৩০ সেপ্টেম্বর) চীনের হ্যাংজু জিমনেসিয়ামে প্রথম রাউন্ডে পাঁচ জাজের বিচারে পিছিয়ে ছিলেন সেলিম। তবে দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়ান দুর্দান্তভাবে।
তৃতীয় মিনিটে তাজিকিস্তানের আসরর ভকিধভকে আক্রমণ করেন সেলিম। চোখের উপর কেটে যায় ভকিধভের। খেলা বন্ধ করে সেলিমকে বিজয়ী ঘোষণা করেন বিচারকরা।
শ্রীলংকার রাকমাল প্রসন্নকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে এসেছিলেন সেলিম। আগামী মঙ্গলবার (৩ অক্টোবর) কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নামবেন সেলিম। সেখানে জিততে পারলেই বাংলাদেশের পদক নিশ্চিত।
সারাবাংলা/এসএইচএস