Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিছু বলতে চাই না, কোনো মন্তব্য নেই— সাকিব

স্পোর্টস ডেস্ক
৩ অক্টোবর ২০২৩ ১৪:৪৬

সোমবার (২ অক্টোবর) ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষ করেছে বাংলাদেশ। এবার সামনে মূলপর্বের লড়াইয়ের জন্য তৈরি হওয়া। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর। এর আগে চাপ কাটাতে আইসিসি’র নানান আয়োজন। আইসিসির উদ্যোগে অন্যরকম এক দিন পার করেছে বাংলাদেশ। মাঠের লড়াইয়ের আগে মিডিয়া ডে বেশ ভালোই কেটেছিল বাংলাদেশ ক্রিকেট দলের। মূল খেলার আগে টাইগার ক্রিকেটাররা ফুরফুরে মেজাজে আছেন, সেটাই অন্তত প্রকাশ পেয়েছে মিডিয়া ডে’র কার্যক্রমে।

গতকাল সোমবারই বাংলাদেশের মিডিয়া ডে’র একটি ভিডিও প্রকাশ করেছে আইসিসি। সেখানে দেখা গেছে খেলোয়াড়রা বেশ ফুরফুরে মেজাজে রসিকতা করছেন। টাইগারদের মিডিয়া ডে’তে উপস্থাপনায় ছিলেন স্পিনার নাসুম আহমেদ।

এই ভিডিওর শুরুতেই দেখা যায় নাসুম আহমেদ সাংবাদিক সেজে সাক্ষাৎকার নিতে বাংলাদেশের ড্রেসিংরুমে। উপস্থাপনার শুরুতেই নাসুম বলেন, ‘চাপে আছি। কারণ আজ আমি সাংবাদিক।’ এরপর নাসুম যান মেহেদী হাসান মিরাজের কাছে। জানতে চাইলেন ভারতে খেলা নিয়ে, মিরাজ বললেন, ‘আমি খুব ভালো বোধ করছি। এখানে অনেকবার এসেছি এখানে, অনেক ম্যাচ খেলেছি ভারতে। আমি এখানে আসতে পেরে অনেক খুশি।’

মিরাজ কথা বলার সময়ই নাসুমের পাশে এসে দাঁড়ান সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সে সময় মিরাজকে বিরক্ত করতে থাকেন। মিরাজ কথা বলা শেষ করেই শান্তকে ক্যামেরার সামনে আনার চেষ্টা করেন। মিরাজ বলেন, ‘সে আমাদের সহ-অধিনায়ক। এখন সে কথা বলবেন।’ কিন্তু মিরাজ তাকে জোর করে কথা বলানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর পারেননি।

এরপর ক্যামেরা নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের কাছে যান নাসুম। উপস্থাপক নাসুম তখন মাহমুদউল্লাহ রিয়াদকে বড় ভাই বলে পরিচয় করিয়ে দেন। তখন চা পান করছিলেন রিয়াদ। তিনি জানান, তাকে চা বানিয়ে খাওয়ান নাসুম। নাসুমের চা ‘যেকারো চেয়ে ভালো’ স্বীকৃতি দেন রিয়াদ।

ভারতে খেলার অভিজ্ঞতা নিয়ে রিয়াদ বলেন, ‘ভারত আমাদের দ্বিতীয় ঘরের মতো। এখানকার খাবার ও চা অসাধারণ। এখানে ফিরতে পারাটা ভালো ব্যাপার।’

নাসুমের উপস্থাপনায় সবার শেষে ক্যামেরার সামনে আসেন টাইগার দলপতি সাকিব আল হাসান। ক্যামেরার সামনে হাসতে হাসতে এসে সাকিব বলেন, ‘আমি কিছু বলতে চাই না, কোনো মন্তব্য নেই।’

ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বাংলাদেশ ক্রিকেট দল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর