বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হতে পারে
৩ অক্টোবর ২০২৩ ১৫:৫৩
বুধবার (৪ অক্টোবর) জমকালো আয়োজনের মধ্য দিয়ে ১৩তম আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পর্দা ওঠার কথা। ঠিক হয়ে আছে সব সূচি এবং আয়োজনও। ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে কে নাচবেন, কে গাইবেন ঠিক হয়ে আছে সেসব। তবে শেষ মুহূর্তে এসে উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের শঙ্কা জেগেছে।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজসহ আরও বেশকিছু গণমাধ্যম এখবর জানিয়েছে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা ওঠার কথা ছিল বিশ্বকাপের। এই অনুষ্ঠানে কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলে ছাড়াও গান গাওয়ার কথা ছিল অরিজিত সিং, শ্রেয়া ঘোশালের। এছাড়াও বলিউড তারকা রণবীর সিং এবং তামান্না ভাটিয়ারও পারফর্ম করার কথা ছিল।
এছাড়া উদ্বোধনের আগে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অংশগ্রহণকারি ১০ দেশের অধিনায়কদের নিয়ে ‘ক্যাপ্টেনস ডে’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হওয়ার কথা থাকলেও জি নিউজ জানিয়েছে, ক্যাপ্টেনস ডের অনুষ্ঠান যথা সময়েই অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠান বাতিলের গুঞ্জন শোনা গেলেও এখন পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। কী কারণে অনুষ্ঠান বাতিল হতে পারে, সেটাও স্পষ্ট নয়। এর আগে খালিস্তান আন্দোলনের এক নেতা বিশ্বকাপে নাশকতার হুমকি দিয়েছিলেন। তবে সেসব নিয়ে এখনো জানা যায়নি কিছুই।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস
উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠান বাতিল ক্রিকেট বিশ্বকাপ ২০২৩