Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের টিকিট না চাইতে অনুরোধ কোহলি ও অনুস্কার

স্পোর্টস ডেস্ক
৪ অক্টোবর ২০২৩ ১৫:৪৬

বুধবার (৫ অক্টোবর) ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পর্দা উঠছে ১৩তম ওয়ানডে বিশ্বকাপের। এবারের বিশ্বকাপের শিরোপার বড় দাবিদার স্বাগতিক ভারত। আর বিশ্বকাপ জয়ের জন্য বিরাট কোহলির পারফরম্যান্সের দিকেও তাকিয়ে আছে গোটা ভারত। তবে বিশ্বকাপের আগমুহূর্তে বিড়ম্বনায় পড়েছেন আর সেটিই সামনে এনেছে বিরাট কোহলি। তার বন্ধুদের টিকিট না চাওয়ার জন্য অনুরোধ করেছেন কোহলি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের এক স্টোরিতে কোহলি লিখেছেন, ‘বিশ্বকাপ একেবারে দরজায় কড়া নাড়ছে। এখন বন্ধুদের বিনীতভাবে অনুরোধ করছি যে, পুরো টুর্নামেন্টে আমাকে কেউ টিকিটের জন্য অনুরোধ করো না। বাসা থেকে খেলা উপভোগ করো, প্লিজ!’

বিজ্ঞাপন

কোহলির সেই স্টোরি শেয়ার করেছেন তার স্ত্রী ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাও। হাসির ইমোজি দিয়ে নিজের ছোটো একটি মন্তব্যও যোগ করে আনুশকা লিখেছেন, ‘এবং আমাকেও যোগ করুন। যদি আপনার মেসেজের জবাব না দিই, দয়া করে আমাকেও কেউ আবার অনুরোধ করবেন না। বিষয়টা বোঝার জন্য সবাইকে ধন্যবাদ।’

ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস

বিজ্ঞাপন

সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩০

আরো

সম্পর্কিত খবর