Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীর্ষে এভিন লুইস-রশিদ খান


১৮ ডিসেম্বর ২০১৭ ১৯:৪৮

সারাবাংলা ডেস্ক

বছর এখনও শেষ হয়নি। আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টি ফরমেটে ব্যাটসম্যানদের তালিকায় সবচেয়ে বেশি রান করে এক নম্বরে ক্যারিবীয়ান তারকা এভিন লুইস। আর বোলারদের তালিকায় শীর্ষে আফগান স্পিনার রশিদ খান।

জাতীয় দলের জার্সিতে এই বছর ৯টি ম্যাচ খেলেছেন বিপিএলের এই আসরে ঢাকা ডায়নামাইটসে খেলা এভিন লুইস। ২৩১ বল মোকাবেলা করে লুইস করেছেন সর্বোচ্চ ৩৫৭ রান। আছে একটি সেঞ্চুরি আর দুটি হাফ-সেঞ্চুরি। ১৫৪.৫৪ স্ট্রাইকরেটে তার ব্যাটিং গড় ৪৪.৬২। ইনিংস সর্বোচ্চ অপরাজিত ১২৫ রানের ইনিংস রয়েছে তার।

দুই থেকে পাঁচ নম্বরে যথাক্রমে পাকিস্তানের বাবর আজম (৩৫২), দক্ষিণ আফ্রিকার এবিডি ভিলিয়ার্স (৩০৪), পাকিস্তানের আহমেদ শেহজাদ (৩০৪) এবং আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ (২৯৯)।

এদিকে, উইকেট নেওয়ার তালিকায় শীর্ষে রশিদ খান। এ বছর এই আফগান স্পিনার ১০ ম্যাচ খেলে নিয়েছেন সর্বোচ্চ ১৭ উইকেট। এক ম্যাচ কম খেলে একই সমান উইকেট নিয়ে দুইয়ে ওয়েস্ট ইন্ডিজের কেরসিক উইলিয়ামস। ৯ ম্যাচ খেলা ভারতের যুভেন্দ্র চাহাল ১৫ উইকেট নিয়ে এই তালিকায় তিন নম্বরে।

চার নম্বরে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের উঠতি তারকা সাদাব খান। ১০ ম্যাচে আন্তর্জাতিক ক্যারিয়ারে এই বছর তিনি নিয়েছেন ১৪ উইকেট। আর পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহির নিয়েছেন ১৪ উইকেট। তিনি বিশ্ব একাদশের হয়ে পাকিস্তান জাতীয় দলের বিপক্ষেও খেলেছেন।

সারাবাংলা/এমআরপি/১৮ ডিসেম্বর ২০১৭

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর