Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশি অস্ত্রে সজ্জিত হচ্ছে ঢাকা মেরিনার


১৫ মে ২০১৮ ১৯:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাফ করেসপন্ডেন্ট ।।

আসন্ন ঢাকা প্রিমিয়ার হকি লীগে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবে যোগ দিতে ঢাকা এসে পৌছেঁছেন মিশর জাতীয় হকি দলের দুই সদস্য আশরাফ সাইদ আহমেদ মোহাম্মেদ গোমা এবং আহমেদ মোহসেন আল সায়েদ বাদাই। মেরিনারে আগেই যোগ দিয়েছেন মালয়েশিয়া আর ভারতের তারকারা। খুব শিগগিরই যোগ দেবেন জার্মানির দুই হকি খেলোয়াড়।

মিশর জাতীয় দলে দু’জনই মধ্যমাঠের দায়িত্ব সামলান। আশরাফ ও মোহসেন সর্বশেষ ২০১৭ সালের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকায় হকি লীগ রাউন্ড তিন পর্বে বিশ্ব হকি র‌্যাংকিংয়ে বর্তমান ২০ নম্বরে অবস্থানকারী মিশর জাতীয় দলের হয়ে অংশ নেন।

গত সাত বছর ধরে মিশর জাতীয় দলের হয়ে ৫০ এর অধিক ম্যাচে নিয়মিত অংশ নিয়েছেন তারা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দেশের হকি ইতিহাসে ঘরোয়া লীগে মিশরের কোনো খেলোয়াড় এবারই প্রথম কোনো ক্লাব দলের হয়ে অংশ নিচ্ছে।

এর আগে চলতি লীগে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের হয়ে অংশ নিতে নাম লিখেয়েছেন মালয়েশিয়ার মোহাম্মদ জুলহাইরি বিন হাশিম ও ভারতের প্রামপ্রীত সিং। আগামী ১৮ মে দলের সাথে যোগ দেবেন আরও দুই জার্মান হকি খেলোয়াড়।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর