বিশ্বকাপে বাংলাদেশের সেরা ১০ ব্যাটার
৫ অক্টোবর ২০২৩ ১৬:৩১
বিশ্বকাপে বল হাতে বাংলাদেশের সেরা পারফর্মার সাকিব আল হাসান। ঠিক একইভাবে ব্যাট হাতেও তালিকার ওপরেই আছেন সাকিব। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক তো বটেই। বিশ্বকাপের ইতিহাসেও সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার সেরা দশেও আছেন সাকিব। বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সাকিবের পরেই আছেন মুশফিকুর রহিম, এরপর আছেন তামিম ইকবাল।
সেরা দশ বোলারের সঙ্গে ব্যাটারের তালিকাতে সাকিবের সঙ্গে আছেন মাশরাফি বিন মুর্ত্তজাও। এই দুই খেলোয়াড় সর্বোচ্চ রান সংগ্রাহক এবং উইকেট শিকারি উভয় তালিকাতেই আছেন।
বিশ্বকাপে বাংলাদেশের সেরা ১০ ব্যাটার—
খেলোয়াড় | ম্যাচ |
রান |
সর্বোচ্চ রান | গড় | স্ট্রাইক রেট | ৫০/১০০ |
সাকিব আল হাসান | ২৯ | ১১৪৬ | ১২৪* | ৪৫.৮৪ | ৮২.২৬ | ১০/২ |
মুশফিকুর রহিম | ২৯ | ৮৭৭ | ১০২* | ৩৮.১৩ | ৭৯.৪৩ | ৬/১ |
তামিম ইকবাল | ২৯ | ৭১৮ | ৯৫ | ২৪.৭৫ | ৭৩.১১ | ৪/০ |
মাহমুদুল্লাহ রিয়াদ | ১৭ | ৬১৬ | ১২৮* | ৫১.৩৩ | ৮১.৫৮ | ২/২ |
সৌম্য সরকার | ১৪ | ৩৪১ | ৫১ | ২৪.৩৫ | ৯৪.১৯ | ১/০ |
মোহাম্মদ আশরাফুল | ১৬ | ২৯৯ | ৮৭ | ২৪.৯১ | ৭৪.৭৫ | ২/০ |
সাব্বির রহমান | ০৮ | ২১৮ | ৫৩ | ৩১.১৪ | ৯৮.১৯ | ১/০ |
মাশরাফি বিন মুর্ত্তজা | ২৪ | ১৯৯ | ৩৭ | ১৩.২৬ | ৮১.৮৯ | ০/০ |
ইমরুল কায়েস | ০৯ | ১৯৭ | ৭৩* | ২৪.৬২ | ৬৩.১৪ | ২/০ |
লিটন দাস | ০৫ | ১৮৪ | ৯৪* | ৪৬.০০ | ১১০.১৭ | ১/০ |
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশের সেরা ১০ ব্যাটার