Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকেটারদের ‘নিরাপদে’ রাখতে বাংলাদেশ দলের অভিনব কৌশল

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৩ ২০:২০

ওয়ানডে বিশ্বকাপ শুরু হয়ে গেছে। বাংলাদেশের বিশ্বকাপ শুরু হবে ৭ অক্টোবর। সেদিন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে আফগানিস্তানের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। বিশ্বকাকের আগে বাংলাদেশ দলে আলোচনা-সমালোচনা কম হলো না। যা গড়িয়েছে অনেকদূর পর্যন্তই। সেই কারণেই কিনা ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপ চলাকালে ‘নো কমেন্টস’!

বিশ্বকাপ চলাকালে সংবাদমাধ্যমের সঙ্গে খেলোয়াড়দের কথা বলতে বারণ করে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগাম্যমও এড়িয়ে চলতে বলা হয়েছে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ম্যাচের আগে এবং পরে একজন করে দলের প্রতিনিধি হয়ে কথা বলবেন। এছাড়া কারও কথা বলা যাবে না। ক্রিকেটারদের মনোযোগ শুধুমাত্র ক্রিকেটে রাখতেই নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

খেলোয়াড়দের বিভিন্ন কথাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশ হয়। তাতে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এটার হাত থেকে বাঁচতেই মূলত এমন সিদ্ধান্ত বলেছেন তিনি।

খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমার মনে হয় মনোযোগটা ক্রিকেটেই থাকুক। যেটা হয় অনেক সময় সাক্ষাৎকার থেকে কথা ছোট করে এমন একটা নিউজ আসে, হয়তো ছেলেটা যে কথা বললো, সরল একটি ভাবনা থেকেই বললো। অনেক সময় অনেক কাটা কাটা নিউজ হয়। যেগুলোর এমন ভয়ঙ্কর শিরোনাম হয়, তাতে আমরা সবাই বিব্রত হই।’

‘আমার মনে হয় যেহেতু আমাদের মনোযোগ বিশ্বকাপ খেলার দিকে। আমরা চাইবো যতটুকু তথ্য…আপনারা তো এখানে আছেন, মাঠে দেখবেন, সবই হবে। কিন্তু একটা করে ইন্টারভিউ যাওয়া সবার জন্য সহজ। আমার মনে হয় ছেলেরা যদি সোশ্যাল মিডিয়া কিংবা মিডিয়া থেকে একটু দূরে থাকে তাহলে মনোযোগের পর্যায়টা ভালো থাকবে। এজন্যই এই চিন্তা যে ম্যাচের আগের দিন অধিনায়ক, সিনিয়র ক্রিকেটার হোক বা কোচ যেন কথা বলে। এছাড়া আর কেউ কথা বলবে না।’

আফগানিস্তানের ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘আফগানদের বিপক্ষে শেষ পারফরম্যান্সের কথা যদি চিন্তা করি আমরা শ্রীলঙ্কা, পাকিস্তানে তাদের হারিয়েছি। আমরা একটি ইতিবাচক নোট নিয়ে শুরু করছি। আফগানিস্তানের খুব ভালো বোলিং অ্যাটাক আছে। তাই বলে যে ওদের হারানো যাবে না, তা না। অথবা ওরাও আমাদের হারিয়ে দেবে এমনও না।’

ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএইচএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর