Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দর্শক টানতে ফ্রি টিকিটের পরামর্শ শেবাগের

স্পোর্টস ডেস্ক
৬ অক্টোবর ২০২৩ ২০:৩১

বৃহস্পতিবার (৫ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হলো ১৩তম ওয়ানডে বিশ্বকাপ। আর দ্বিতীয় দিন পাকিস্তান ও নেদারল্যান্ডের ম্যাচ মাঠে গড়িয়েছে। প্রথম ম্যাচের ন্যয় দ্বিতীয় ম্যাচেও মাঠে দর্শক খরা। বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ১ লাখ ৩২ হাজার হলেও উদ্বোধনী ম্যাচে সেখানে পাওয়া গেছে মাত্র ৪৭ হাজার ৫১৮ জন দর্শকের দেখা।

বিজ্ঞাপন

এদিকে এক দশকের বেশি সময় পর বিশ্বকাপ ফিরেছে ভারতে। কিন্তু দর্শক উন্মাদনার দেখা মেলেনি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের ম্যাচে গ্যালারির বেশির ভাগ জায়গাই ছিল ফাঁকা। এমন অবস্থা দেখে ফ্রি টিকেট দিয়ে দর্শকদের মাঠে আনার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। এই মাঠের দর্শক ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার। এখানে বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দর্শক খরা দেখে অবাক হয়েছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে জানিয়েছেন প্রতিক্রিয়া।

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি দেখে চারদিকে হাহাকার

শেবাগ লেখেন, ‘যে ম্যাচগুলোতে ভারত নেই, সেগুলোতে স্কুল ও কলেজের ছেলেমেয়েদের জন্য ফ্রি টিকেটের ব্যবস্থা করা উচিত। ৫০ ওভারের ক্রিকেটে যেহেতু আগ্রহ কমছে, তাই তরুণদের বিশ্বকাপ দেখার সুযোগ দিলে দারুণ হবে এবং খেলোয়াড়রা গ্যালারি ভর্তি দর্শকদের সামনে খেলতে পারবে।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালের সর্বশেষ আসর অনুষ্ঠিত হয়েছে এই নরেন্দ্র মোদিতেই। সেই ফাইনালেও ১ লাখ ১ হাজার ৫৬৬ জন দর্শক উপস্থিতি পাওয়া গিয়েছিল। সেখানে ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তার অর্ধেক দর্শকের দেখা মিলেছে।

ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ দর্শক খরা বীরেন্দ্র শেবাগ ভারত বিশ্বকাপ

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর