৮ ব্যাটার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ
৭ অক্টোবর ২০২৩ ১০:৫০
আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগে বোলিং করবে বাংলাদেশ। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আফগানদের বিপক্ষে ৮ ব্যাটার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
শনিবার (৭ অক্টোবর) ভারতের ধর্মশালায় ম্যাচটা শুরু হচ্ছে বাংলাদেশ সময় ১১টায়। ধর্মশালার উইকেট আগে থেকেই ব্যাটিং সহায়ক। বিশ্বকাপের মতো টুর্নামেন্টের পিচগুলো ব্যাটিং সহায়ক হয়ও। এমন পিচে আট ব্যাটার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।
ওপেনিং পজিশনে বাঁহাতি তানজিদ হাসান তামিম নাকি ডানহাতি মেকশিফট ওপেনার মেহেদি হাসান মিরাজ থাকবেন তা নিয়ে কথা হচ্ছিল। শেষ পর্যন্ত তানজিদ হাসান তামিমকে রাখা হয়েছে একাদশে।
তিন, চার, পাঁচ, ছয়ে যথাক্রমে- নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম। সাতে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে রাখা হয়েছে। মাহমুদউল্লাহকে জায়গা করে দিতে ছয় নম্বর বোলিং অপশন রাখা হয়নি বাংলাদেশ একাদশে। আট নম্বরে মেহেদি হাসান মিরাজ। স্পেশালিস্ট স্পিনার নেই একাদশে। বোলিংয়ে সাকিব-মিরাজের সঙ্গে তিন পেসার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএইচএস