আবারও সাকিবের আঘাত
৭ অক্টোবর ২০২৩ ১২:২২
আফগানিস্তানের উদ্বোধনী জুটি ভেঙে স্বস্তি এনে দিয়েছিলেন টাইগার দলপতি সাকিব আল হাসান। এরপর তিনে ব্যাট হাতে নামা রহমত শাহকে সঙ্গী করে জুটি গড়ছিলেন রহমানউল্লাহ গুরবাজ। তবে এই জুটিও বড় করতে দেননি সাকিব আল হাসান। রহমত শাহকেও নিজের শিকারে পরিণত সাকিব।
ইনিংসের ৯ম ওভারে বল হাতে এসে ইব্রাহিম জাদরানকে তুলে নিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন সাকিব আল হাসান। এরপর ব্যাট হাতে আসেন রহমত শাহ। দ্বিতীয় উইকেটে গুরবাজের সঙ্গে ৩৬ রানের জুটি গড়েন। ধীরে ধীরে ভয়ংকর হয়ে উঠছিল এই জুটি। তবে জুটিটা বড় হতে দেননি টাইগার দলপতি।
১৬তম ওভারে আবারও বল হাতে আসেন টাইগার দলপতি। সাকিবের করা ওই ওভারের প্রথম বলে টপ এজড হয়ে সিলি মিড অফে থাকা লিটন দাসের হাতে ধরা পড়েন। আর তাতেই ৮৩ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে আফগানদের।
আউট হওয়ার আগে রহমত শাহ ২৫ বলে একটি চারে ১৮ রান করেন।
এই রিপোর্ট লেখা অবধি আফগানিস্তানের সংগ্রহ ১৮ ওভারে ২ উইকেটে ৮৮ রান। গুরবাজ ৪৯ বলে ৩৮ আর শাহিদি ৯ বলে ৩ রানে ব্যাট করছেন।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বাংলাদেশ বনাম আফগানিস্তান ভারত বিশ্বকাপ ২০২৩