Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেরাথ নিশ্চিত ঘুরে দাঁড়াবেন লিটন

স্পোর্টস ডেস্ক
৯ অক্টোবর ২০২৩ ২২:৪৪

লিটন দাসের ব্যাট হাসছে না। রান আসছে না হয়ে গেছে বেশ কিছুদিন। শেষ ১০ ইনিংসে অর্ধশতক এসেছে মাত্র একটি ম্যাচ। এছাড়া বাকি ৯ ইনিংসের মধ্যে সর্বোচ্চ রান ৩৫। লিটনের ব্যাট না হাসায় ভুগছে বাংলাদেশের উদ্বোধনী জুটিও। আর তাই কপালে ভাঁজ বাংলাদেশের। বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয়ে শুরু হলেও দুশ্চিন্তা কমেনি বাংলাদেশের। লিটন দাস যে এখনও রানে ফিরতে পারেননি। তবে টাইগারদের স্পিন বোলিং কোচের বিশ্বাস ঘুরে দাঁড়াবেন লিটন দাস।

বিজ্ঞাপন

আফগানিস্তানের বিপক্ষে লিটন দাসের ব্যাট থেকে এসেছে ১৩ রান। এবার ইংল্যান্ডের বিপক্ষে পরীক্ষাতে বাংলাদেশের ভালো শুরুর জন্য নজর থাকবে লিটন দাসের ব্যাটের দিকেই। এদিকে লিটন দাসের সঙ্গী তানজিদ হাসান তামিম বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দারুণ খেললেও বিশ্বকাপের প্রথম ম্যাচে করেছেন হতাশ। আফগানদের বিপক্ষে ফিরেছিলেন মাত্র ৫ রান করে।

উদ্বোধনী জুটির ব্যর্থতার পর বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল টপ অর্ডারে মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে চড়ে। মিরাজ ৫৭ আর শান্ত অপরাজিত ৫৯ রানের ইনিংস খেললে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ।

ধর্মশালায় ইংলিশদের বিপক্ষে ভালো করতে বাংলাদেশের সব বিভাগে নিজেদের সেরাটা দিতে হবে। আর সে জন্যই ব্যাটিংয়ের শুরুটাও ভালো হতে হবে টাইগারদের। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথকে বাংলাদেশের উদ্বোধনী জুটি নিয়ে করা হয় প্রশ্ন। টাইগার কোচ এ ব্যাপারে আশার বাণী শুনিয়েছেন।

তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি, আপনারা কী বোঝাতে চাইছেন, লিটন দাস।  সবারই এ রকম খারাপ সময় যেতে পারে। আসল বিষয়টা হচ্ছে, আপনি কতটা ভালোভাবে ঘুরে দাঁড়ালেন। আমি নিশ্চিত যে লিটন খুব ভালোভাবে ঘুরে দাঁড়াবে। ব্যাটিংয়ে আমাদের ভালো জুটি দরকার। এটাই আমাদের প্রধান লক্ষ্য। তাই, ভালো জুটি গড়তে হবে এবং এটা করার পর আমাদের বড় স্কোর করতে হবে।’

ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বাংলাদেশ বনাম ইংল্যান্ড রঙ্গনা হেরাথ লিটন দাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর