ইংলিশ পরীক্ষার সামনে বাংলাদেশ
১০ অক্টোবর ২০২৩ ০১:০১
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটা জিতে বেশ ফুরফুরে মেজাজেই আছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে মাত্র ১৫৬ রানেই আটকে রাখা বাংলাদেশ ম্যাচ জিতেছিল ৬ উইকেটে। দুর্দান্ত শুরু পাওয়া বাংলাদেশের সামনে এবার ইংলিশ পরীক্ষা।
মঙ্গলবার (১০ অক্টোবর) বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। বাংলাদেশ সময় সকাল ১১টায় ম্যাচটা শুরু হবে ভারতের ধর্মশালায়। যেখানকার মাঠ নিয়ে বিভিন্ন কথা উঠছে। আউটফিল্ডের অনেক জায়গায় ঘাস নেই। বালি বা কাঠের গুড়ো দিয়ে তা ঢাকার চেষ্টা করা হয়েছে। যেটা খেলোয়ড়দের ইনজুরি ঝুঁকিতেও ফেলছে।
ধর্মশালার আউটফিল্ডকে ‘গড়পড়তা’ বলেছে আইসিসিও। বাংলাদেশ-ইংল্যান্ড দুই দলের পক্ষ থেকেই মাঠ নিয়ে অস্বস্তির কথা বলা হয়েছে। তবে এই অস্বস্তিটা একভাবে বাংলাদেশের জন্য স্বস্তিরও! ধর্মশালাতেই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটা খেলেছে বাংলাদেশ। ফলে এখানকার কন্ডিশন সম্পর্কে ইংল্যান্ডের চেয়ে তাদের বেশি জানা। ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচটা খেলেছে আহমেদাবাদে।
বিশ্বকাপের প্রথম ম্যাচে বড় জয় পাওয়ায় তার বাড়তি আত্মবিশ্বাসটা পাবে বাংলাদেশ। যেটা কিনা বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারা ইংল্যান্ডের কমই থাকবে। পরিসংখ্যানও কিছুটা আত্মবিশ্বাস দিবে বাংলাদেশকে। বিশ্বকাপে দু’দলের সর্বশেষ তিন প্রতিযোগিতায় দুটিই জিতেছে বাংলাদেশ।
এই কথাটাই স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারকে। বিশ্বকাপে বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে বরাবরই ভালো খেলে, এবারও বাংলাদেশকে হুমকি মনে হচ্ছে কিনা?
এমন প্রশ্নের উত্তরে অনেকটা তাচ্ছিল্যই করেছেন জস বাটলার। ওই প্রশ্নের উত্তরে বলেছেন, ‘ না, না। কোনোমতেই নয় (হুমকি মনে করছি না)। বাংলাদেশের বিপক্ষে আমরা চমৎকার কিছু ম্যাচ খেলেছি। ওরা ভালো দল। আর আমরা যাদের বিপক্ষে খেলি, সবাইকে সম্মান করি। আর বিশ্বকাপে তো কঠিন প্রতিপক্ষই প্রত্যাশা করতে হবে।’
ইংলিশ অধিনায়ক হুমকি মনে করুক বা না করুক, বাংলাদেশ কাল জয়ের ছক কষেই মাঠে নামছে। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে বোলিংটা হয়েছে দুর্দান্ত। ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ভালো বোলিং করেছিল বাংলাদেশ। বৃষ্টির কারণে ছোট হয়ে আসা ম্যাচে নিয়মিত বিরতিতে ইংল্যান্ডের ৬ ব্যাটারকে আউট করেছিল বাংলাদেশ।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের পক্ষ হয়ে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ বললেন, নিজেদের ব্র্যান্ডে ক্রিকেট খেলে ইংলিশ বধের ছক তাদের। হেরাথ বলেন, ‘নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলাটা খুব গুরুত্বপূর্ণ। সেটা অ্যাপ্রোচ ও শরীরী ভাষায় থাকতে হবে। এই একই মানসিকতা থাকতে হবে আমাদের। নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে পারলে জয়ের সুযোগ আছে।’
আফগানিস্তানের বিপক্ষে পাঁচজন স্পেশালিস্ট বোলার নিয়ে একাদশ সাজিয়েছিল বাংলাদেশ। সেভাবে ম্যাচ জিতলেও মাঠে ছয় নম্বর অপশন ভালোই মিস করেছেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের মতো ব্যাটিং গভীরতা সম্পন্ন দলের বিপক্ষে দলে বোলিং অপশন বাড়ানোর চিন্তা করতেই পারে বাংলাদেশ। আর ধর্মশালার উইকেট হিসেবে মনে হচ্ছে পেসার নয় বরং স্পিন শক্তিই বাড়াতে চাইবে বাংলাদেশ। সেক্ষেত্রে শেখ মাহেদি হাসান বা নাসুম আহমেদের মধ্যে একজনের কপাল খুলতে পার।
লিটন দাসের ব্যাটিং পজিশন বদলে ফেলার আলোচনাও শোনা যাচ্ছে। অনেকদিন যাবত অফ ফর্মে থাকা লিটন প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে রান পেয়েছিলেন। তবে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে রান পাননি। রান পাননি মূল বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও। ফলে লিটনকে ওপেনিং থেকে তুলে মিডল অর্ডারে খেলানোর চিন্তার কথা শোনা যাচ্ছে।
জয়ের ছক কষতে নিশ্চয় একাদশে যেকোনো পরিবর্তন করতে চাইবেন অধিনায়ক সাকিব আল হাসান।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএইচএস