আহত অস্ট্রেলিয়া খুবই বিপজ্জনক: ডি ভিলিয়ার্স
১১ অক্টোবর ২০২৩ ১৬:৪৮
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দাপুটে শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রানের ইনিংস খেলে তারা। অন্যদিকে মুদ্রার উল্টো পিঠ দেখছে অস্ট্রেলিয়া। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের কাছে মাত্র ১৯৯ রানে অল আউট হওয়ার পর ৬ উইকেটে হেরেছে। উড়ন্ত শুরুর পর দারুণ আত্মবিশ্বাসী প্রোটিয়ারা আর বাজে হারে আত্মবিশ্বাস তলানিতে অজিরা। তবে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবি ডিই ভিলিয়ার্স মনে করেন, প্রথম ম্যাচ হেরে আত্মবিশ্বাসে ধাক্কা খাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ কিছু করার সামর্থ্য আছে প্রোটিয়াদের। আর আহত অস্ট্রেলিয়া খুবই বিপজ্জনক।
আইসিসির ওয়েবসাইটে কলামে ডি ভিলিয়ার্স লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইটা খুব কঠিন হবে। অস্ট্রেলিয়ার বোলিং লাইন অনেক পরীক্ষা নেবে। তবে আমি আত্মবিশ্বাসী যে আমরা সেটা সামলে ভালো কিছু করতে পারব। বোলিংয়েই আমি মনে হয়, আমরা ম্যাচটা জিততে পারি।’
চাপ কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সব রকম সামর্থই আছে অস্ট্রেলিয়ার। তাই তো দলকে সাবধান করে ডি ভিলিয়ার্স বলেন, ‘ভারতের বিপক্ষে হারের পর অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাস তলানিতে থাকবে। কিন্তু আহত অস্ট্রেলিয়া দল খুবই বিপজ্জনক। তাদের চাপে রাখার জন্য দ্রুত কিছু উইকেট তুলে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে এই কাজ আমরা ভালোভাবে করতে পরিনি।’
ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ ধসে পড়েছিল। তবে সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়েও নিজের ব্যাট ঘুরিয়েছিলেন স্টিভেন স্মিথ। তাই তো তাকে নিয়ে বাড়তি সতর্কতার কথা জানালেন ভিলিয়ার্স। তিনি বলেন, ‘স্টিভ স্মিথের উইকেটটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। সে অস্ট্রেলিয়া দলকে দারুণ আগলে রেখেছে। যদি আমরা তাকে তাড়াতাড়ি আউট করি, আমার বিশ্বাস, আমরা কাজটা ঠিকঠাক সম্পন্ন করতে পারব।’
১২ অক্টোবর, দুপুর ২টা ৩০ মিনিট, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে উত্তর প্রদেশের পুনের অটল বিহারি বাজপেয়ী স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত খুব বেশি হয়নি। মাত্র ৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয়েছে এখানে। যার মধ্যে মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছে প্রথমে ব্যাট করা দল। আর বাকি ৭টি ম্যাচে জয়লাভ করেছে রান তাড়া করা দল। প্রথম ইনিংসে এই স্টেডিয়ামে রানের গড় ২১৯ আর দ্বিতীয় ইনিংসে ২০১২।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস
এবি ডিই ভিলিয়ার্স ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া