Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক ইনিংসে চার রেকর্ড ভাঙলেন রোহিত

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৩ ২১:৩২

নিজের দিনে রোহিত শর্মা কতটা ভয়ঙ্কর হতে পারেন সেটা আজ হাড়ে হাড়ে টের পেলেন আফগানিস্তানের বোলাররা। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে আফগান বোলারদের আজ স্রেফ কচুকাটা করেছেন ভারতীয় অধিনায়ক। হাফ সেঞ্চুরি করেছেন ৩৯ বলে, সেঞ্চুরি পূর্ণ করেছেন ৬৩ বলে। শেষ পর্যন্ত ৮৪ বল খেলে ১৬টি চার ৫টি ছক্কায় ১৩১ রান করে ফিরেছেন। স্ট্রাইকরেট ১৫৫.৯৫। ভাবুন তো আফগান বোলারদের ওপর দিয়ে আজ কী স্টিম রোলারটাই না চালিয়েছেন রোহিত। বিধ্বংসী এই ইনিংসে চার রেকর্ড ভেঙেছেন রোহিত।

বিজ্ঞাপন

আজ ইনিংসে পাঁচ ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার মালিক বনে গেছেন রোহিত। আগের রেকর্ডটি ছিল ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের। আন্তর্জাতিক পর্যায়ে তিন সংস্করণের ক্রিকেট মিলিয়ে ৫৫৩ ছক্কা হাঁকিয়েছেন গেইল। আজ গেইলকে ছাড়িয়ে গেলেন রোহিত। তিন সংস্করণে ভারতীয় অধিনায়কের ছক্কা সংখ্যা এখন ৫৫৮টি।

রোহিত শর্মার আজকের সেঞ্চুরিটি বিশ্বকাপে তার সাত নম্বর সেঞ্চুরি। ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও এখন রোহিতের। পেছনে ফেলেছেন ছয়টি সেঞ্চুরি করা শচীন টেন্ডুলকারকে।

আজ বিশ্বকাপে সবচেয়ে কম ইনিংসে ১ হাজার রানের রেকর্ডও যৌথভাবে নিজের নামে লিখে নিয়েছেন রোহিত। এতোদিন বিশ্বকাপে সবচেয়ে কম ইনিংসে ১ হাজার রান করার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের দখলে। আজ রোহিতও ১৯তম ইনিংস খেলতে নেমে বিশ্বকাপে ১ হাজার রান পূর্ণ করলেন।

আজ ৬৩ বলে সেঞ্চুরি করে ভারতের হয়ে সবচেয়ে কম বলে বিশ্বকাপ সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন রোহিত। রোহিতের ‘অতিমানব’ হয়ে উঠার দিনে আফগানিস্তানকে হেসেখেলেই হারিয়েছে ভারত। ৮ উইকেটের বড় ব্যবধানে জিতেছে ভারত।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএইচএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর